পুরুষোত্তম মাস কি? পুরুষোত্তম মাসের আগমনের কারণ কি?|| কেন এ মাস এতো মহিমান্বিত?|| পুরুষোত্তম নামের মহিমা || পুরুষোত্তম মাসের লীলা বর্ণনা || পুরুষোত্তম মাস বা অধিক মাস কি? || পুরুষোত্তম মাসের/ব্রতের মহিমা || দ্রোপদীর দুঃখের কারণ |…
পুরুষোত্তম মাস কি?
পুরুষোত্তম মাসের আগমনের কারণ কি?|| কেন এ মাস এতো মহিমান্বিত?|| পুরুষোত্তম নামের মহিমা || পুরুষোত্তম মাসের লীলা বর্ণনা || পুরুষোত্তম মাস বা অধিক মাস কি? || পুরুষোত্তম মাসের/ব্রতের মহিমা || দ্রোপদীর দুঃখের কারণ || পুরুষোত্তম মাসে করণীয় || প্রয়োজনীয় মন্ত্রাবলী ||তুলসীকাঠের প্রদীপের মাহাত্ম্য এবং কিভাবে বানাবেন || শ্রী শ্রী চৌরাগ্রগণ্যপুরুষাষ্টকম্ || পুরুষোত্তম ব্রত উৎযাপনের সুফল
আগামী ১৮ জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ রোজ শুক্রবার থেকে পুরুষোত্তম মাস শুরু এবং সমাপ্ত হবে ১৬ আগষ্ট।তাই আসুন জেনে নেই
পুরুষোত্তম নামের মহিমা:-
পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের একটি নাম। ‘পুরুষ’ অর্থাৎ ভোক্তা বা ভগবান; উত্তম মানে আধ্যাত্মিক। পুরুষোত্তম মানে ‘আধ্যাত্মিক পরম ভগবান’। ভগবদগীতার ১৫তম অধ্যায়কেও পুরুষোত্তম যোগ বলা হয়।
পুরুষোত্তম মাসের লীলা বর্ণনা:-
পান্ডবেরা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করতেন ভক্ত হয়েও কেন জীবদ্দশায় তাদেরকে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করতে হয়েছিল। একটি পুরাণে বর্ণনা করা হয়েছে যেহেতু তারা যথাযথভাবে পুরুষোত্তম মাস পালন করেননি সে অপরাধের কারণে তাদেরকে এত দুদর্শা ভোগ করতে হয়
No comments