পাঁচরোল অঞ্চলে বিজেপির জয় জয়কার
পঞ্চায়েত ভোটে কয়েক দশক পরে বিজেপির জয় জয়কার। এবারের ভোটে পাঁচরোল অঞ্চলের ২২ টি আসনের ৬ টি আসনে বিজেপি এবং বিজেপি সমর্থীত ৪ টি আসনে ও কংগ্রেসের ১টিতে জয়জয়কার। ফলাফল ঘোষণা হবার পরেই বিজেপি নির্দল ও ক…
পাঁচরোল অঞ্চলে বিজেপির জয় জয়কার
পঞ্চায়েত ভোটে কয়েক দশক পরে বিজেপির জয় জয়কার। এবারের ভোটে পাঁচরোল অঞ্চলের ২২ টি আসনের ৬ টি আসনে বিজেপি এবং বিজেপি সমর্থীত ৪ টি আসনে ও কংগ্রেসের ১টিতে জয়জয়কার। ফলাফল ঘোষণা হবার পরেই বিজেপি নির্দল ও কংগ্রেসের জয়ী প্রার্থী একজোট হয়ে যায়। যা এগরার রাজনৈতিক ইতিহাসে প্রথম। আজ ১৬ই জুলাই রবিবার বিকালে বিজেপির ব্লক নেতৃত্বরা জানিয়েছেন এই পঞ্চায়েতে তৃণমূলের যে লুটত রাজ চলতো সেখান থেকে মুক্তি পেতে এলাকার মানুষ বিজেপি সহ বিরোধীদল গুলোকে বেছে নিয়েছে। আগামীদিনে এই এলাকা থেকে তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে দাবী বিজেপির।
No comments