সাহাড়া গ্রাম পঞ্চায়েতের শীপুর বাজারে বিজেপির বিজয় মিছিলএবারের পঞ্চায়েত ভোটে ফল ঘোষণার পর সাহাড়া অঞ্চলে বিজেপির জয় জয়কার। ১ মাস আগে এই এলাকায় অবৈধ বাজি কারখানায় মৃত্যু হয়েছিল একাধিক মানুষের। তাঁরপরে মুখ্যমন্ত্রী নিজে এসে ক্ষতিপূরণ…
সাহাড়া গ্রাম পঞ্চায়েতের শীপুর বাজারে বিজেপির বিজয় মিছিল
এবারের পঞ্চায়েত ভোটে ফল ঘোষণার পর সাহাড়া অঞ্চলে বিজেপির জয় জয়কার। ১ মাস আগে এই এলাকায় অবৈধ বাজি কারখানায় মৃত্যু হয়েছিল একাধিক মানুষের। তাঁরপরে মুখ্যমন্ত্রী নিজে এসে ক্ষতিপূরণ দেওয়ার পরেও এই অঞ্চল তৃণমূলের হাতছাড়া হয়। আজ ১৬ ই জুলাই সন্ধ্যায় সাহাড়া গ্রাম পঞ্চায়েতের শীপুর বাজারে বিজেপির পক্ষ থেকে একটি বিজয় মিছিল ও সভার আয়োজন করা হয়। গেরুয়া আবির উড়িয়ে এলাকাবাসীকে মিষ্টিমুখ করানো বিজেপির পক্ষ থেকে। এদিনের এই বিজয় মিছিল ও সভায় উপস্থিত ছিলেন এই অঞ্চলের জয়ী বিজেপি প্রার্থীরা, এছাড়াও উপস্থিত ছিলেন এগরা ২ মন্ডলের বিজেপির সভাপতি বিমল শীট, রামচন্দ্র আচার্য্য, সুকুমার রায়, চন্দন মাইতি, উত্তম জানা, প্রভাত জানা, সিদ্বেশ্বর মহাপাত্র সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা।
No comments