একি কান্ড ! পঞ্চায়েত নির্বাচনে জিতল একজন সার্টিফিকেট পেল অপরজন ভিডিও দেখতে ক্লিক করুন https://youtu.be/s53blRIXMZA
তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী গণনার ৬ দিন পর পেলেন জয়ের স্বীকৃতি। নন্দীগ্রাম এক নম্বর ব্লকের বিডিও অফিসের ঘটনা।…
একি কান্ড ! পঞ্চায়েত নির্বাচনে জিতল একজন সার্টিফিকেট পেল অপরজন
তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী গণনার ৬ দিন পর পেলেন জয়ের স্বীকৃতি। নন্দীগ্রাম এক নম্বর ব্লকের বিডিও অফিসের ঘটনা। স্থানীয় কেন্দেমারী জালপাই গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দরী চক বুথে তৃণমূল প্রার্থী তাপসী দোলাই জয়ী হলেন তার ফলে ২২ আসন বিশিষ্ট গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের আসন ১৩ টি থেকে বেড়ে হল ১৪ টি। উল্টো দিকে বিজেপি এবং সিপিএম সমর্থিত বিরোধী নির্দল শিবিরের আসন ৯ থেকে কমে হল ৮টি।
গত ৮ ই জুলাই ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন হয়েছে। ১১ জুলাই গভীর রাত পর্যন্ত গণনা হয়েছে। নির্বাচনের ফলাফলে পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের গঠন করবে তৃণমূল এবং পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতে সরকার পক্ষে শাসক দলের কাছ থেকে বিরোধী দল বিজেপি অনেকগুলি আসন ছিনিয়ে নিয়েছেন।
নন্দীগ্রাম আবারো উঠে এলো সংবাদমাধ্যমে প্রথম সারিতে। ২১শে নির্বাচনে আমরা শুনেছিলাম রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় লাভ করার( নির্বাচন কমিশনারের ওয়েবসাইট) পরা জয় হয়েছিল শুভেন্দু অধিকারী।
পরে ওয়েব সাইটে আবার দেখানো হয় শুভেন্দু অধিকারী জয়লাভ করেছেন ঘোষণা হয় এক ঘন্টা পরে। এখনো শাসক দল বিরোধী দল নেতাকে লোডশেডিং বিধায়ক বলেও বিভিন্ন জায়গায় বলে থাকেন।
সেই নন্দীগ্রামে আবারো খবরের প্রথম সারিতে উঠিয়ে এলো গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেছিলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী রীতা বল্লভ ২৯৪ টি ভোট আর তাপসী দোলাই পেয়ে ছিল ৪৭১। কিন্তু রিতা বল্লভ কে জয়ী সার্টিফিকেট দেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচনে কমিশনের ওয়েবসাইটে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপসী দোলাইকে জয়লাভের দেখাচ্ছিল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ ১৭ ই জুলাই বিকাল চারটা থেকে ধরনায় বসেন দলের কর্মীদের নিয়ে বিজয়ী প্রার্থী তাপসী দোলাই।
নির্বাচন পরিচালনা করেছিলেন নন্দীগ্রামের বিডিও সুমিতা সেন গুপ্ত বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচিত তাপসী দোলাইকে সার্টিফিকেট দিল। স্থানীয় বিডিও কে ফোন করলে ফোন ধরলেন না, বিশেষ সূত্রে জানা যায় নন্দীগ্রামের ভিডিও সুনিতা সেনগুপ্ত পূর্বের জয়ী কিন্তু পরাজয় নির্দল প্রার্থী রিতা বল্লভকে চিঠি পাঠিয়েছেন। পূর্বের জয়ী নির্দল প্রার্থীর কাছ থেকে সার্টিফিকেট নিয়ে নেয়ার ঘটনা নজিরবিহীন।
যদিও গ্রাম পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিষয় হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে জয়ী হলেও ঘোষণা করা যাবে না জানিয়েছেন হাইকোর্ট শুনানির কাজ আগামী বিশে জুলাই থেকে শুরু হবে কিন্তু জয়ী প্রার্থীকে পরাজিত করা পরাজিত প্রার্থীকে সার্টিফিকেট দেওয়া পরে জয়ী প্রার্থীকে আবার সার্টিফিকেট দেওয়া এই ধরনের ঘটনা । পশ্চিমবঙ্গের নির্বাচন বিষয়ে নন্দীগ্রাম পুনরায় ইতিহাস হয়ে রইল।
No comments