Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সবুজের অভিযানের উদ্যোগে ৩৪০ টি গাছ কলম বাঁধা হল

সবুজের অভিযানের উদ্যোগে ৩৪০ টি গাছ লাগানো হলপূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া অবস্থিত আম্বেদকর ভবন , দুর্গাচক, হলদিয়া, পূর্ব মেদিনীপুর "সবুজের অভিযান" ফেসবুক পরিবারের সদস্য- সদস্যারা সুতাহাটাতে কৃষ্ণেন্দু পাত্র ও…

 


সবুজের অভিযানের উদ্যোগে ৩৪০ টি গাছ লাগানো হল

পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া অবস্থিত আম্বেদকর ভবন , দুর্গাচক, হলদিয়া, পূর্ব মেদিনীপুর 

"সবুজের অভিযান" ফেসবুক পরিবারের সদস্য- সদস্যারা সুতাহাটাতে কৃষ্ণেন্দু পাত্র ও সমীর কুমার দাসের বাগান বাড়িতে ৩৪০ টি বিভিন্ন গাছ যেমন- সবুজ জামরুল ,তেজপাতা,লেবু গাছের কলম তৈরি করে । আয়োজক-হলদিয়া এস .সি ; এস.টি অ্যান্ড ও.বি.সি সমাজ কল্যাণ সমিতি। লক্ষ্য-"চ্যারিটি বিগিনস্ অ্যাট হোম" পরিবার থেকেই গাছ লাগানো ও গাছ রক্ষণাবেক্ষণের অভ্যাস গড়ে তোলা।




No comments