Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুই ঠিকাদারের কব্জির লড়াইয়ে বন্ধ রেলের রেক

দুই ঠিকাদারের কব্জির লড়াইয়ে বন্ধ রেলের রেকদীর্ঘ সময় হলদিয়া বন্দরের  ক্লাস্টার টু তে দাঁড়িয়ে রয়েছে পন্য বোঝাই রেল। শ্রমিকরা বিচলিত ভারতবর্ষের ১২টি বন্দরের মধ্যে অন্যতম বন্দর হলদিয়া।ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/…

 


 দুই ঠিকাদারের কব্জির লড়াইয়ে বন্ধ রেলের রেক

দীর্ঘ সময় হলদিয়া বন্দরের  ক্লাস্টার টু তে দাঁড়িয়ে রয়েছে পন্য বোঝাই রেল। শ্রমিকরা বিচলিত ভারতবর্ষের ১২টি বন্দরের মধ্যে অন্যতম বন্দর হলদিয়া।

ভিডিও দেখতে ক্লিক করুন।

https://youtu.be/Ditf08UpQ0g


রেক সমস্যা ছিল দীর্ঘদিন ধরে। গত বছর দক্ষিণ পূর্ব রেলের জিএম অর্চনা জোশির সঙ্গে বন্দরের চুক্তি হওয়ার ফলে রেলের  সংখ্যা অনেকটাই বেড়েছে। কিন্তু দীর্ঘ সময় কাজ না করে শ্রমিকরা দাঁড়িয়ে রয়েছে । খালি হচ্ছে না  রেক তার ফলে বন্দরের লোকসান হচ্ছে কয়েক লক্ষ টাকা। বন্দরের কাজের ক্লিয়ারিং এজেন্টের গাফিলতির ফলে এই সমস্যা? এই কাজ না করার পিছনে রয়েছে বন্দর কর্তৃপক্ষের হাত? শ্রমিকরা কার হয়ে কাজ করবে? একদিকে এ এন এন্টারপ্রাইজ অন্যদিকে ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানি। ইতিমধ্যে এ এম এন্টারপ্রাইজ থেকে প্রায় ৫০০ শ্রমিক ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানিতে যোগদান করেছেন। তারা এপয়েন্টমেন্ট লেটারও নিয়েছেন। এ কাজ এ এম এন্টারপ্রাইজ করতেন কিন্তু এবারে টেন্ডার মেরে সেই কাজ পেয়েছে ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানি । তাহলে কে কাজ করতে দিচ্ছে না? বা কাজ শুরু হচ্ছে না  কেন? এই লোকসান কার  সব নিয়ে হলদিয়া শ্রমিকরা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। পুলিশ প্রশাসন নীরব কেন? সারা রাজ্যজুড়ে শ্রমিক সংগঠন রয়েছে আইএনটিটিইউসি, রাজ্যের  মুখ্যমন্ত্রী বারবার বলেছেন কাজ বন্ধ করে নয়। তাহলে কেন কাজ দীর্ঘ সময় বন্ধ। পুলিশ কেন নিরব হয়ে রয়েছেন?  বন্দর কর্তৃপক্ষকে ফোনেও পাওয়া যায় না সব মিলিয়ে হলদিয়া বন্দরের  দুই ঠিকাদারের কব্জির লড়াইয়ে কে জিতবে? তারপরে কি কাজ শুরু হবে?

No comments