Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মধ্যপ্রদেশে আদিবাসী ব্যক্তির সঙ্গে অমানবিক আচরণের জন্য বিজেপির কড়া সমালোচনা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী বীরবাহা হাঁসদা

মধ্যপ্রদেশে আদিবাসী ব্যক্তির সঙ্গে অমানবিক আচরণের জন্য বিজেপির কড়া সমালোচনা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী বীরবাহা হাঁসদা'আদিবাসীবিরোধী প্রবণতার জন্য বিজেপিকে প্রত্যাখ্যান করুন': মধ্যপ্রদেশে আদিবাসী ব্যক্তির সঙ্গে অমানবিক আচ…

 




মধ্যপ্রদেশে আদিবাসী ব্যক্তির সঙ্গে অমানবিক আচরণের জন্য বিজেপির কড়া সমালোচনা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী বীরবাহা হাঁসদা

'আদিবাসীবিরোধী প্রবণতার জন্য বিজেপিকে প্রত্যাখ্যান করুন': মধ্যপ্রদেশে আদিবাসী ব্যক্তির সঙ্গে অমানবিক আচরণের জন্য বিজেপির কড়া সমালোচনা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী বীরবাহা হাঁসদা

আদিবাসীবিরোধী আচরণের জন্য বিজেপিকে প্রত্যাখ্যানের আবেদন করলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। মঙ্গলবার রাতে জনজাতি গোষ্ঠীর মানুষের কাছে এই আবেদন রেখেছেন তিনি। বিজেপিশাসিত মধ্যপ্রদেশে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। একজন বিজেপি নেতা একজন আদিবাসী ব্যক্তির গায়ে প্রস্রাব করেছেন এবং সেই ঘটনার ভিডিও রেকর্ডিংও করেছেন। সেই ঘটনার প্রেক্ষিতেই মন্ত্রীর এই আবেদন। ঘটনার জেরে গেরুয়াবাহিনীর তীব্র সমালোচনাও করেছেন তিনি।

বিজেপি লাগাতার যেভাবে আদিবাসী সমাজের অপমান করে চলেছে, তারও সমালোচনা করেছেন বীরবাহা হাঁসদা। তিনি বলেন, "এমন বিজেপি নেতাদের আমি তীব্র ধিক্কার জানাই। ওঁরা কথায় কথায় আদিবাসীদের সম্মান করার কথা বলেন। এখন সেই সম্মান কোথায় গেল? একজন আদিবাসী ব্যক্তির গায়ে ওঁরা প্রস্রাব করলেন কীভাবে? এর আগে আমরা বাংলায় দেখেছিলাম, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, দেবনাথ হাঁসদা এবং আমার নাকি তাঁর পায়ের নীচে থাকা উচিত এবং তারপরও বিজেপি তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি।" 

বিজেপি যেভাবে আদিবাসী সমাজকে নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে ব্যবহার করে, ঝাড়গ্রামের বিধায়ক তাও খোলসা করেছেন। তিনি বলেন, "আমাদের মাননীয়া রাষ্ট্রপতি আদিবাসী সমাজের প্রতিনিধি। নতুন সংসদ ভবন উদ্বোধন করার সময় তাঁকে তা জানানো পর্যন্ত হয়নি। এই কারণেই আমি আমার আদিবাসী ভাই-বোনদের বলছি, এইসব ঘটনাগুলি থেকে বিজেপিকে বোঝার চেষ্টা করুন। বিজেপি আদিবাসীদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবেই গণ্য করে। ওরা মিথ্যেবাদী এবং আদিবাসী সমাজের কথা ভাবে না। আদিবাসী সমাজের একজন প্রতিনিধি হিসাবে আমি বিজেপিকে প্রত্যাখ্যানের আবেদন জানাচ্ছি।"


মধ্যপ্রদেশের এই বর্বরোচিত আচরণের প্রতিবাদ করে টুইট করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে লেখা হয়েছে: “In PM @narendramodi 's 'New India,' HUMANITY has taken a back seat while OPPRESSION and CRUELTY have become the norm. In @BJP4India -ruled Madhya Pradesh, BJP leader Pravesh Shukla was seen urinating on a tribal boy. The incident EXPOSES the BJP's HYPOCRISY in preaching INCLUSIVITY when the reality is COMPLETELY DIFFERENT. We CONDEMN such BARBARISM!”

No comments