Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আরব সাগরের বিষধর এখন সৈকত শহর দিঘায়

আরব সাগরের বিষধর এখন সৈকত শহর দিঘায়    এক ছোবলের ছবি শরীর পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাবে । প্রথমে বিকল হবে কিডনি তারপর হার্ট। প্রস্তাবের রং হবে কফির রঙের মতো। এ যেন সাক্ষাৎ মৃত্যু। সম্প্রীতি যা দেখা মিলল দীঘাতে। লেন্স বন্দিও …

 


আরব সাগরের বিষধর এখন সৈকত শহর দিঘায়

    এক ছোবলের ছবি শরীর পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাবে । প্রথমে বিকল হবে কিডনি তারপর হার্ট। প্রস্তাবের রং হবে কফির রঙের মতো। এ যেন সাক্ষাৎ মৃত্যু। সম্প্রীতি যা দেখা মিলল দীঘাতে। লেন্স বন্দিও হল সৈকতের বালুকাবেলায় দিব্যি নড়েচড়ে বেড়াচ্ছে। একটা সময় সমুদ্রে ঢেউ এসে টেনে নিয়ে যায় সেই ভয়ংকর বিষধর কে। এই ভিডিও দেখে উদ্বেগ আকুল চিকিৎসক কুল থেকে সব বিশেষজ্ঞ, সবাই।


 কারণ" অ্যান্টি স্নেক ভেনাম" এই সাপের কামড়ে কোন কাজ করবে না। বৈজ্ঞানিক নাম পেলামিশ প্ন্যাটুরাস। চলতি কোথায় এই সাপের নাম ইয়োলো বেলিড সি স্নেক। লেজের দিকটা নৌকো দাঁড়ের মত পেটেরনিষ্ঠা হলদেটে। মুখের আদল অনেকটা হাসির মতো আড়াই তিন ফুটের এই সরীসৃ মূলত আরব সাগরের বাসিন্দা।

সম্প্রতি বাঁকুড়ায় একদল পর্যটক দিঘায় গিয়ে সাপটিকে লেন্স বন্দি করেছেন ফেসবুকে সেই সাপের ভিডিও দেখে শিউরে উঠেছেন ডাক্তারবাবুরা চিকিৎসক দয়াল বন্ধু মজুমদার জানিয়েছেন এইসব ভয়ংকর। 'মায়োটক্সিক  ভেনাম' । পেশি অকেজো করে দেয়। মায়ো গ্লোবিনুরিয়া হয়।

একে একে কিডনি হার্ট বিকল হতে থাকে। এভিএস কাজ করেনা। সাপে কাটা রোগীর বিশ্ববরেণ্য চিকিৎসক অধ্যাপক ডাক্তার হিন্মতরাও  বাভস্করেরও একই 

 পর্যবেক্ষণ। এই সাপ  কামড়ালে চিকিৎসকরা কার্যত অসহায়। বড়জোর উপসর্গভিত্তিক চিকিৎসা হবে। পশ্চিমবঙ্গে মূলত চার গোত্রের বিষধর সাপের হদিশ মেলে। কালাজ কেউটে গোখরা ও চন্দ্রবোড়া। দংর্শনের ১০০ মিনিটের মধ্যে ১০০ মিলিয়ন এভিএস পেলে বেঁচে যায়। শঙ্খচুর শাখামুটি বিষাক্ত হলেও মানুষকে দংর্শন করার উদাহরণ নেই বলেই চলে।

এদের সবার মধ্যে বিশেষ তীব্রতা কালার এবং কৃষ্ণ কালাচই সবচেয়ে এগিয়ে। কিন্তু ইয়োলো ডিলিট সামুদ্রিক সাপ কালাচের থেকে অনেক বেশি বিষাক্ত অনেকটাই জানালেন অন্বেষণ পাত্র গাঙ্গেয় উপকূলে সামুদ্রিক সাপ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন আল্লামালাই বিশ্ববিদ্যালয়ের এই গবেষক। তিনি জানাবেন ভারতে ২৪ রকমের সামুদ্রিক সাপ পাওয়া যায়, দীঘায় পাওয়ার ইয়োলো বেলী এর মধ্যে সবচেয়ে বিষাক্ত। তার উপর এভি এসে এই সামুদ্রিক সর্প বিষের উপাদান নেই, তাই চিন্তা। সর্প বিশেষজ্ঞ বিশাল সাঁতরা জানালেন এই সাপ মুলত আরব সাগরের বাসিন্দা। বঙ্গোপসাগরে মাঝেমধ্যে চলে আসে। বহুমরজীবী প্রাণ কাড়ে এই সাপ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়। বেশিরভাগ ক্ষেত্রে সেগুলি রিপোর্টেড হয় না।

No comments