১০০ দিনের কাজের দূর্নীতির তালিকার পোস্টারভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/P6tZIvZz2SI
নির্বাচনের দিন যত এগিয়ে আসছে এলাকার দুর্নীতির বিভিন্ন সমস্যা জ্বলন্ত ছবি তুলে ধরছেন এলাকার মানুষ আগামী ৬ই জুলাই প্রচার কাজ শেষ হবে এই কয়…
১০০ দিনের কাজের দূর্নীতির তালিকার পোস্টার
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/P6tZIvZz2SI
নির্বাচনের দিন যত এগিয়ে আসছে এলাকার দুর্নীতির বিভিন্ন সমস্যা জ্বলন্ত ছবি তুলে ধরছেন এলাকার মানুষ আগামী ৬ই জুলাই প্রচার কাজ শেষ হবে এই কয়েকটা দিন শাসক বিরোধী নির্দল সকলেই নিজেদের পক্ষে ভোট নেওয়ার জন্য বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি চলছে।
হলদিয়া ব্লকের চকদ্বীপা অঞ্চলের ডালিম্বচক ২৩৮ নং বুথে ১০০ দিনের কাজের টাকার দূর্নীতির খতিয়ান ছাপিয়ে ঐ বুথের চারিদিকে দেখা যায়। ২৩৮ নং বুথের বিজেপি র বুথ কমিটি প্রচারে রয়েছেন।
যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
উল্লেখ্য ঐ তালিকায় নাম রয়েছে একাধিক তৃনমূলে নেতৃত্বদের নাম। জানাযায়, এবারে তৃণমূলের ভোট পদপ্রার্থী র স্বামীর নাম,রয়েছে গ্রীন পুলিশেরও নাম ও ঐ বুথের প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের ভাই এর নামও। হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় রাজ্য রাজনীতির তোলপাড়।
পোস্টার নিয়ে জেলা তৃণমূল যুব কংগ্রেস সহ সভাপতি যশোরাজ ব্রহ্মচারী বলেন এই ধরনের পোস্টের ভিত্তিহীন।
পূর্ব মেদিনীপুর তাম্রলিপ্ত জেলার ভারতীয় জনতা পার্টি সদস্য হরিহর চক্রবর্তী বলেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এই পোস্টার বিজেপির কর্মী এবং কোন কার্যকরী কর্মকর্তা এর সঙ্গে যুক্ত নয়। বিএমএস রাজ্য সহ সভাপতি প্রদীপ বিজলী বলেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। হলদিয়া পঞ্চায়েত সমিতি যখন হাঁটতে বসছে দেখেই তৃণমূল তৃণমূলের ই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য বিজেপির নামে পোস্টার লিখে চারদিকে দেওয়ার চেষ্টা করছি এই ধরনের রাজনীতিকে ঘৃণা করি।
No comments