হলদিয়া দেউলপোতা অঞ্চলে শাসক দলের প্রার্থী মৎসকন্যা আরতি ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন ৮ জুলাই। প্রত্যেক রাজনৈতিক দল তাদের প্রার্থীরা ভোটাদের সঙ্গে জনসংযোগ করছেন । এবং যাতে ভোট তাদের পক্ষে পায় সেভাবেই তারা দিনরাত এক করে হাঁ…
হলদিয়া দেউলপোতা অঞ্চলে শাসক দলের প্রার্থী মৎসকন্যা আরতি
ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন ৮ জুলাই। প্রত্যেক রাজনৈতিক দল তাদের প্রার্থীরা ভোটাদের সঙ্গে জনসংযোগ করছেন । এবং যাতে ভোট তাদের পক্ষে পায় সেভাবেই তারা দিনরাত এক করে হাঁটছেন। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় রাজ্যে থেকে মীন পুরস্কার পেয়েছিলেন আরতী বর্মন এবারে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী। প্রচারের কাজে এগিয়ে চলছে, যদিও কোন স্টার বা রাজ্য নেতারা এবারে হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় প্রচারে এলেন না। তবে স্টার ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী কে দিয়ে সমাবেশ ও রোড শো করেছেন শাসক দল তৃণমূল।
এবারের নির্বাচন শাসক দলের প্রচার চলছে এবারে হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহিলা হবেন? কে হবেন? তবে সূত্রে জানা যায় আরতী বর্মন এবারের শাসকদলের মুখ। তিনি কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে বহু মানুষের কর্মসংস্থান করে দিয়েছেন। ব্লক জেলা রাজ্য স্তরে বহু পুরস্কার তিনি পেয়েছেন । এলাকা সমাজসেবী হিসেবে এক কথায় সকলেই জানেন মীন পুরস্কারে ভূষিত মৎস্যকন্যা আরতি বর্মন।
No comments