একই দলে মা ও মেয়ের লড়াই
একই দলে মা ও মেয়ের লড়াইপূর্ব মেদিনীপুর জেলার নজর কাড়া হলদিয়া পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত ভোটের দিন যত এগিয়ে আসছে প্রচারের বিভিন্ন রণ কৌশল ভিন্ন ধরনের তৈরি করছেন শাসকবিরোধী নির্দল প্রার্থীরা। হলদিয়া…
একই দলে মা ও মেয়ের লড়াই
একই দলে মা ও মেয়ের লড়াই
পূর্ব মেদিনীপুর জেলার নজর কাড়া হলদিয়া পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত ভোটের দিন যত এগিয়ে আসছে প্রচারের বিভিন্ন রণ কৌশল ভিন্ন ধরনের তৈরি করছেন শাসকবিরোধী নির্দল প্রার্থীরা। হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় এবারের ভোট প্রচারে শাসক দলের তারকা রাজ চক্রবর্তীর এসেছিলেন ভোট প্রচারে। কিন্তু বিরোধীদল তাদের বড় হেভি ওয়েট সে ধরনের ভোট প্রচারে দেখা গেল না।
এলাকায় শ্রমিক শ্রেণী তাদের লাল পতাকাকে ফিরিয়ে আনার জন্য হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় চারটি গ্রাম পঞ্চায়েতে প্রতিটি বুথে সেজে উঠেছে লালকে ফিরিয়ে আনার লড়াইয়ে লাল পতাকা। কোথাও কোথাও শাসকবিরোধী সমস্ত রাজনৈতিক দলের পতাকা একইসঙ্গে সহ অবস্থান করছেন।
বামপন্থী সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী নেতৃত্বে এবং রাজ্য নেতৃত্বে যৌথ প্রয়াশে বিভিন্ন জায়গায় কোথাও বুথে বুথে রেলি বুথ সভা তা বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়েছে। ভোটের প্রার্থী কোথাও কোথাও পাওয়া যাচ্ছে না কিন্তু হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় ভোটের ময়দান এখন মা ও মেয়ে দাঁড়িয়েছেন। গ্রাম পঞ্চায়েতে সমিতি মেয়ে, অঙ্গীরা পন্ডা ,মা মন্দিরা পন্ডা দাঁড়িয়েছেন জেলা পরিষদে আর সেই জায়গাতেই শাসক দল তৃণমূল বিজেপি এবং নির্দল প্রার্থী রা রয়েছেন।
কিন্তু মা মেয়ে লড়াই এখন নজর কাটছে দেউল পোতা গ্রাম পঞ্চায়েতে ভোটের ময়দান।
No comments