Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সুতাহাটা পঞ্চায়েত সমিতি সভাপতি দৌড়ে অশোক ?

সুতাহাটা পঞ্চায়েত সমিতি সভাপতি দৌড়ে  অশোক  ? পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের জেলা এবং ব্লক স্তরে বহুবার নেতৃত্ব পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে শ্রমিক সংগঠনের নেতৃত্ব গণসংগঠনের নেতৃত্ব । সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় …

 




সুতাহাটা পঞ্চায়েত সমিতি সভাপতি দৌড়ে  অশোক  ? 

পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের জেলা এবং ব্লক স্তরে বহুবার নেতৃত্ব পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে শ্রমিক সংগঠনের নেতৃত্ব গণসংগঠনের নেতৃত্ব । সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় ব্লকের সভাপতি পরিবর্তন অনেকবারই হয়েছে প্রায় বছরে তিনজন পরিবর্তন হয়েছিল। 

পরবর্তীকালে অশোক মিশ্রকে দায়িত্ব দেওয়া হয় কঠিন লড়াই সামনে ছিল । মিষ্টি কথা ও মিষ্টি হাসিতেই এলাকার নতুন পুরাতন তৃণমূল কর্মীদের মন জয় করেছিলেন। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে দলের কথা মাথায় রেখে সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় ছটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পাঁচটি গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিবর্তন, পঞ্চায়েত সমিতিতে বেশ পরিবর্তন আনা সবমিলিয়ে ছিল কঠিন লড়াই। নিজের এলাকা থেকে না দাঁড়াতে পেরে অন্য এলাকা থেকে নির্বাচিত হওয়া যথেষ্ট টানটার উত্তেজনা মধ্য দিয়ে সুতাহাটা পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ আসনে দলের প্রার্থীদের জয়লাভ করানো ছিল কঠিন চ্যালেঞ্জ । সেই চ্যালেঞ্জের উত্তীর্ণ হলেন সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক মিশ্র ও তার টিম।

২০১৮ সালে সুতাহাটা পঞ্চায়েত সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে ছিলেন । পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন সংখ্যালঘু পরিবারের এক মহিলা গৃহবধূ এবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হয়েছিলেন তাপস মাইতি। দীর্ঘ কয়েক বৎসর সহ-সভাপতির পদ থেকে  দল বহিষ্কার করেন। তাই সমস্ত দায়িত্ব ছিল সভাপতির উপর। সুতাহাটা ব্লক সভাপতি অশোক মিশ্র নির্বাচিত হওয়ার পর সুতাহাটা পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়ন মানুষের অভিযোগ বিরোধীদের কুৎসা সবটাই নস্যাৎ করে ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে দলের প্রার্থীদের জয় লাভ করে নিয়ে এলেন দলের সভাপতি তিনি ও পঞ্চায়েত সমিতির জয়লাভ করেছেন। 

 সারা সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় রাস্তাঘাট মানুষের অভাব অভিযোগ উন্নয়ন সবটাই তার নখদর্পনে তাই এলাকার মানুষের দাবি এই ধরনের যোগ্য একজন সভাপতি হলে আরও উন্নয়ন এবং দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিষয়ে এখন হাইকোর্টে শুনানি চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আগামী ১৬ ই আগস্ট এর মধ্যে সমস্ত কমিটি গঠন করার কাজ শেষ করা সে নিয়ে চলছে জোর তাৎপরতা।


No comments