আগুন জ্বলছে! হলদিয়া বজ্র পদার্থ গোডাউনে এখনো আগুন জ্বলছে। হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত চকদ্বীপা গ্রাম পঞ্চায়েত ডালিম্বচক মৌজায় বজ্র পদার্থ মজুদ গোডাউনে আগুন লেগেছিল ২৭ শে জুলাই বেলা ১টা সময় , নিজেরা অনেক কষ্ট করে আগুন নে…
আগুন জ্বলছে! হলদিয়া বজ্র পদার্থ গোডাউনে এখনো আগুন জ্বলছে। হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত চকদ্বীপা গ্রাম পঞ্চায়েত ডালিম্বচক মৌজায় বজ্র পদার্থ মজুদ গোডাউনে আগুন লেগেছিল ২৭ শে জুলাই বেলা ১টা সময় , নিজেরা অনেক কষ্ট করে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। বিকাল ৩ টার সময় আসে দমকল বাহিনী সহ দুটো ইঞ্জিন। তারা দীর্ঘ সময় ধরে আগুন নেভানোর চেষ্টা করেন।
হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় বিভিন্ন গোডাউনের বজ্র প্লাস্টিক চটের বস্তা এবং স্ক্যাপ জাতীয় কিছু জিনিস ওই গোডাউনে মজুদ ছিল। কিভাবে এই আগুন লাগল সে নিয়ে তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ। গতকাল ২৭ শে জুলাই বৃহস্পতিবার অর্থাৎ প্রায় চব্বিশ ঘণ্টা হতে গেলেও এখনও ভিতরে আগুন জ্বলছে।
ব্রজলাল চক থেকে চৈতন্যপুর রাজ্য সড়কের পাশেই এই গোডাউন সেখান থেকে ইতিমধ্যে বজ্র পদার্থের জিনিসগুলি সরিয়ে নেওয়ার কাজ চলছে। কিন্তু ভিতরে এখনো আগুন জ্বলছে! যে কোন মুহূর্তে হয়তো গতকালের মতো বড় ধরনের আগুন ধরে যেতে পারে তাই স্থানীয় এলাকার মানুষদের দাবি প্রশাসন নজর দিক। এখনো আগুন জ্বলছে যাতে সম্পূর্ণ আগুন নেভানো হয় অথবা ওই জায়গা থেকে সম্পূর্ণ জিনিস টেনে বের করে দেওয়া হয়।
No comments