Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এবার খুলবে জট ? নয়াচরে মৎস্যচাষে তৃতীয় বার ই-অকশন করবে রাজ্য ! এবার সাড়া মিলবে বলে আশাবাদী মৎস্যমন্ত্রী

এবার খুলবে জট ? নয়াচরে মৎস্যচাষে তৃতীয় বার ই-অকশন করবে রাজ্য ! এবার সাড়া মিলবে বলে আশাবাদী মৎস্যমন্ত্রী দু'বার বাতিল পর ফের নয়াচরে মাছ চাষের সঙ্গে ইকো-ট্যুরিজমের নয়াচরে মৎস্যচাষে ই-অকশন বা অনলাইন নিলাম প্রক্রিয়া শুরু হত…

 



এবার খুলবে জট ? নয়াচরে মৎস্যচাষে তৃতীয় বার ই-অকশন করবে রাজ্য ! এবার সাড়া মিলবে বলে আশাবাদী মৎস্যমন্ত্রী

 দু'বার বাতিল পর ফের নয়াচরে মাছ চাষের সঙ্গে ইকো-ট্যুরিজমের নয়াচরে মৎস্যচাষে ই-অকশন বা অনলাইন নিলাম প্রক্রিয়া শুরু হতে চলেছে। এবং তা হবে তৃতীয়বারের নিলাম।

 সম্প্রতি হলদিয়ায় এসেছিলেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। তাঁর আশা, প্রাথমিক ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। এবার মৎস্যজীবীদের সাড়া মিলবে।মৎস্যমন্ত্রী বলেন, প্রথমে একটা ভুল বোঝাবুঝি ছিল। এখন আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি সহজ হয়ে যাচ্ছে। মৎস্যজীবীদের অনেকেই রাজি হয়েছেন ই-অকশনে অংশ নিতে। তাঁদের বোঝানো হয়েছে, নয়াচরকে ঘিরে বড় আকারে পরিকল্পনা করা হচ্ছে। ওই দ্বীপে যাতায়াতের সুবিধার জন্য একটি ভাসমান জেটি তৈরি করা হবে। এই ধরনের জেটি রাজ্যে নেই। এজন্য টেন্ডার ডাকা হচ্ছে। ওই ফ্লোটিং জেটি জোয়ার-ভাটার সঙ্গে ওঠানামা করবে। এর সঙ্গে নয়াচরের রাস্তার যোগ থাকবে।

নয়া চরে মাছ চাষের সঙ্গে ইকো ট্যুরিজমের বিষয়েও এদিন মুখ খুলেছেন মন্ত্রী। তিনি বলেছেন, নয়াচরকে সুসংহত পর্যটন প্রকল্প তৈরি হয়েছে। দ্বীপের মধ্যে গড়ে উঠবে হোম-স্টে। মৎস্যজীবীদের বাড়িতে পর্যটকদের থাকার ব্যবস্থা হবে। উইক এন্ড ট্যুরিজম চালু হবে। এজন্য পরিকাঠামো গড়তে টেন্ডার করা হবে। এলাকার রাস্তা, স্বাস্থ্যকেন্দ্র, বাচ্চাদের স্কুল, সোলার এনার্জি পার্ক তৈরি হবে। সেই কারণেই মৎস্যজীবীদের স্বচ্ছতার সঙ্গে একটি সিস্টেমের মধ্যে আনতে ই-অকশন জরুরি। সরকার চাইছে, মৎস্যজীবীদের একটি নিয়মের মধ্য এনে তাঁদের হাতে চুক্তির মাধ্যমে জমিগুলি তুলে দিতে। এর সরকারের কাছে তাঁরা দায়বদ্ধ আগামীদিনে নয়াচরের জন্য বাই-ল তৈরি করা হচ্ছে। যাতে করে সুষ্ঠুভাবে গোটা প্রকল্পটি চালানো যায়। প্রয়োজন অনুযায়ী সেগুলির সংশোধনও হবে।

মৎস্য মন্ত্রী আসার কথা শোনালেও এখনো সিংহভাগ মৎস্যজীবীই ই-অকশন নিয়ে বেসুরো। নিলামের এই অনলাইন প্রক্রিয়া, তাঁরা অংশ নিতে আগ্রহী নন। মাছ চাষিদের দু'পক্ষই একর পিছু ৩৫ হাজার টাকা ন্যূনতম লিজ মূল্য কমানোর দাবিতে সরব হয়েছে। একাধিক বৈঠকের পরও এনিয়ে কোনও সুরাহা হয়নি। ফলে পর পর দু'বার অকশন বাতিল হয়েছে। প্রসঙ্গত, নয়াচরে মোট ৯১১৬ একর জলাশয়ে মিশ্র ও ভেনামি মাছ চাষের জন্য ই-অকশন ডাকে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। মোট ৫৭০৪টি ছোট ছোট জলাশয়ে মাছ চাষের জন্য ন্যূনতম ৩২ কোটি টাকা দর রাখা হয়। ২৬ জুন প্রথম ও দ্বিতীয় অকশনের মেয়াদকাল শেষ হওয়ার পর এ নিয়ে প্রশ্ন উঠেছে। পঞ্চায়েত ভোট থাকায় তৃতীয় অকশন শুরু হয়নি। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহে তৃতীয়বারের জন্য ফের অকশন ডাকা হবে।ই-অকশনে নয়াচরের সমবায়ের বাইরের কেউ অংশ নেওয়ার সুযোগ পেলে সমবায় গুলি গুরুত্ব নষ্ট হবে বলে অভিযোগ মাছ চাষিদে একাংশের।

 তা ছাড়া এই প্রক্রিয়ার মাধ্যে কর্পোরেট সংস্থার হাতে নয়াচরের মাছ চাষ চরে গেলে দীর্ঘদিনের অধিকার হারানোর আশ করছেন গরীব মৎস্যজীবী পরিবারগুলি। নয়াচর মৎস্যজীবী উন্নয়ন সমিতির কর্মকর্তা সঞ্জয়কুমার দাস বলেন, ই-অকশন বাতিল করে সাধারণ অকশন ডেকে ভৌগোলিক অবস্থান অনুযায়ী পুকুরগুলি একর পিছু ২০০০-২৫০০ টাকার মৎস্যজীবীদের দেওয়া হোক। নিয়ম না বদলালে তৃতীয়বারেও কেউ অকশনে অংশ নেবে না। মৎস্যজীবীদের অন্য এক গোষ্ঠীর নেতা অনুপ আড়ি ও সঞ্জয় কোলা বলেন, গতবার ই-অকশনে ২০ জন অংশ নিলেও টেকনিক্যাল কারণে তা বাতিল হয়েছে। তবে এবার অনেকগুলি সমবায় ও হলদিয়ার অনেকেই ই-অকশনে অংশ নেবেন বলে আশা করছি।

No comments