Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৯ থেকে ১১ আগস্ট গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন

৯ থেকে ১১ আগস্ট গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন
আগামী ৯ থেকে ১১ আগস্ট পূর্ব মেদিনীপুর জেলায় গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হবে। আগামী ১৪ আগস্ট জেলার ২৫টি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হবে। এছাড়া ১৬ আগস্ট জেলা পরিষদের সভাধিপতি নির্বাচন হবে…

 


৯ থেকে ১১ আগস্ট গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন


আগামী ৯ থেকে ১১ আগস্ট পূর্ব মেদিনীপুর জেলায় গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হবে। আগামী ১৪ আগস্ট জেলার ২৫টি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হবে। এছাড়া ১৬ আগস্ট জেলা পরিষদের সভাধিপতি নির্বাচন হবে। শুক্রবার ২৮ শে জুলাই তমলুকে জেলাশাসক অফিসে এনিয়ে প্রস্তুতি বৈঠক হয়। সেখানে জেলাশাসক পূর্ণেন্দু মাজি, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) শ্বেতা আগরওয়াল, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) দিব্যা মুরুগেসন ও অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সৌভিক চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। সেখানেই ত্রিস্তর পঞ্চায়েতে বোর্ড গঠনের সুচি তৈরি হয়। সেইমতো বিডিওদের প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে। গ্রাম পঞ্চায়েতে বিডিও, পঞ্চায়েত সমিতিতে মহকুমা শাসক ও জেলা পরিষদে বোর্ড গঠনের সময় জেলাশাসক নিজে কিংবা তাঁর প্রতিনিধি পাঠাবেন। নিয়ম অনুযায়ী ত্রিস্তর পঞ্চায়েতে বোর্ড গঠনের এক সপ্তাহ আগে নবনির্বাচিত সদস্যকে চিঠি পাঠানো হবে। স্পিড পোস্ট ও স্পেশাল ম্যাসেঞ্জারের মাধ্যমে বাড়ি বাড়ি চিঠি পৌঁছে যাবে। সেই চিঠি পাওয়ার সাত দিনের ব্যবধানে বোর্ড গঠন করা যায়। পূর্ব মেদিনীপুর জেলায় ২২৩টি গ্রাম পঞ্চায়েত। তাতে ৪২৮৯জন নবনির্বাচিত সদস্য আছেন। ভগবানপুর- ১ব্লকের মহম্মদপুর-১ পঞ্চায়েতের এক গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট হয়নি। পঞ্চায়েত সমিতিতে মোট ৬৬৫ জন সদস্য আছেন। জেলা পরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা ৭০।বোর্ড গঠন উপলক্ষ্যে প্রথম সভা হবে। সেই সভায় প্রথমে কোরাম হবে। কোনও সদস্য নির্ধারিত সময়ের মধ্যে না এলে সর্বাধিক এক ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করা যাবে। তার মধ্যে না এলে তাঁকে ছাড়াই বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হবে।

কোরামের পর ভোটাভুটি প্রক্রিয়া শুরু হবে। কোথাও দু'পক্ষ সমান সমান হলে সেটানে টস হবে। বিডিও অফিস থেকে বিডিও কিংবা তাঁর অফিসের অন্য অফিসাররা বোর্ড গঠনের সময় উপস্থিত হবেন। তাঁরাই বোর্ড গঠনে মূল উদ্যোগী হবেন। কোথাও বোর্ড গঠন নিয়ে ঝামেলার আশঙ্কা থাকলে সেখানে ১৪৪ধারা জারি করা হতে পারে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলায় ২২৩টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৪০টি তৃণমূলের দখলে গিয়েছে। বিজেপির দখলে গিয়েছে ৬৫টি গ্রাম পঞ্চায়েত। সিপিএম-কংগ্রেস জোট কোলাঘাট ব্লকের সাগরবাড় পঞ্চায়েত দখল করেছে। এছাড়া, বাকি পঞ্চায়েত ত্রিশঙ্কু। সেইসব পঞ্চায়েতে কোথাও নির্দল আবার কোথাও বাম, কংগ্রেস কিংবা আইএসএফের মতো জয়ীরা ফ্যাক্টর। বামেদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, ত্রিশঙ্কু কোনও পঞ্চায়েতে তাঁদের জয়ী প্রার্থীরা বিজেপি কিংবা তৃণমূলকে সমর্থন করবে না। তাঁরা এক্ষেত্রে নিরপেক্ষ থাকবেন।

জেলার নন্দীগ্রাম-১ ও এগরা-২ পঞ্চায়েত সমিতি টাই হয়েছে। বিজেপি ও তৃণমূল সমান সংখ্যক আসন পেয়েছে। নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন নিয়ে টান টান উত্তেজনা রয়েছে। বিজেপির বোর্ড গঠনের আগে তাদের নির্বাচিত সদস্যদের গোপন আস্তানায় রেখেছে। তৃণমূলের জয়ীরা নিজেদের সার্টিফিকেট পার্টি অফিসে রেখে এসেছেন। এই অবস্থায় বোর্ড গঠন নিয়ে দু'পক্ষের রক্তচাপ বাড়ছে। সেখানে বোর্ড গঠনের সময় বাড়তি ফোর্স মোতায়েন করা হবে। জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, ৯-১১ আগস্ট সরকটি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন হবে। ১৪ তারিখ ২৫টি পঞ্চায়েত সমিতিতে বোর্ড তৈরি হবে। ১৬তারিখ জেলা পরিষদে বোর্ড গঠন হবে।

No comments