ইন্টারন্যাশনাল লায়ন ৩২২ সি ১ ডিস্ট্রিক্ট গভর্নর দায়িত্ব নিলেন শেখ মজাফফর ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/gZLWjV7Jd40
২৫ তম বর্ষে উদযাপন অনুষ্ঠান কলিকাতার সায়েন্সসিটি অডিটোরিয়াম হলে।ইন্টারন্যাশনাল লায়ন ৩২২ সি ১ ডিস্ট্রি…
ইন্টারন্যাশনাল লায়ন ৩২২ সি ১ ডিস্ট্রিক্ট গভর্নর দায়িত্ব নিলেন শেখ মজাফফর
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/gZLWjV7Jd40
ইন্টারন্যাশনাল লায়ন্স ৩২২সি১ আর্থিক বর্ষ ২০২৩-২০২৪ লায়ন্সদের কেবিনেট দায়িত্ব বন্টন আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয় । কলিকাতার সায়েন্স সিটি অডিটোরিয়াম হলে বিকাল দুটো থেকে ক্লাবের পতাকা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ইন্টারন্যাশনাল সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট মিস্টার এ পি সিং এবং ক্লাবের পতাকা উত্তোলন করেন নব নির্বাচিত ৩২২ সি ১ ডিস্ট্রিক্ট গভর্নর শেখ মজাফফর ।
ইন্টারন্যাশনাল লায়ন৩২২সি১ডিস্ট্রিক্ট গভর্নর বলেন
রাজ্যের ছটি জেলা নিয়ে লায়ন ডিস্ট্রিক্ট গঠিত হয়েছে। পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া গ্রামীণ, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা। আজকের অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাক্তন চিপ মার্শাল মিস্টার অরুপ রাহা, এবারে ২০২৩-২৪ আর্থিক বর্ষে ইন্টারন্যাশনাল লায়ইন্স তাদের ভীষান "উত্তরণ" চলার পথে এগিয়ে যাওয়া। লায়নের পাঁচটি লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য গুলি নব নির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্নর তুলে ধরলেন সকলের সামনে এবং আগামী এক বছরে তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য সকলকে আহ্বান জানালেন।
My Dear Lions, Lioness & Leos,
First of all, I would like to express my sincere gratitude to all the members of Lions District 322C1. Because you have given me the opportunity to serve the rich, popular and elite Lion District as Governor of the best organization in the world. You have given me the provision to take this District to even higher heights of development, I will do my best to honor that trust. From o members of our District to club leaders and District leaders, I am sure
they have proved their excellence time and again even after crossing the Dis trict and will continue to do so in the future, I am sure, it will be done in the future. In fact, I am proud and happy to have you all as a leader. I will be with you to create favorable environment, so that, you can give your best efforts to take our Lion District greater heights.
In the present year our District 322C1 slogan is "WE SERVE WITH JOY" We have joined Lionism for the enjoy of friendship and to expand our acquaintanceship to serve people and to learn how to lead. The key to all of this is whether we are enjoying ourselves or not. If we do not get enjoy by doing various programs then we cannot go far. So, we believe in serve with joy.
We started with the cabinet schooling program. From there we held many programs one by one. Your presence in large num- bers in each program has made it a successful one and this have inspired us. Lions International whatever expected from us like Membership, Club extension, Leadership, services and LCIF Donation, we are sure that we can achieve more with your proper activation.
So, come on, we work with pleasure. May the whole world be filled with joy through Lionism.
With Lionistic Congratulation "WE SERVE WITH JOY'
LION SK MAJAFFAR, PMJF DISTRICT GOVERNOR 322C12023 2024
তিনি আরো বলেন ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট মিস্টার পার্টি হিল তার শ্লোগান দিয়েছেন changing the world এই পৃথিবীকে আমাদের কাজের মাধ্যমে সেবার মাধ্যমে পরিবর্তন করতে হবে।
উইথ সার্ফ উইথ জয় আনন্দের সঙ্গে মানুষের কাজ করে আমরা এগিয়ে যাব আগামী দিনে আমাদের কাজ হবে সেবা। তিনি বলেন আমাদের ডিস্ট্রিক্ট ছয়টি ক্লাব রয়েছে আমাদের দেশে সারা পৃথিবীজুড়ে ২০০টির দেশে পঞ্চাশ হাজারের বেশি ক্লাব রয়েছে। প্রায় ১৪ লক্ষ সদস্য রয়েছেন।
তিনি আমেরিকায় বোস্টন টাউনে গিয়েছিলেন সেখানেই তিনি ১২ ই জুলাই শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ গ্রহণ নিয়েছেন। আজ ৩১ শে জুলাই রবিবার নতুন করে কেবিনেট শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল অরূপ রাহা পিভিএসএম, এভিএসএম, ভিএম, এডিসি , প্রধান অতিথি হিসেবে ছিলেন ইন্টারন্যাশনাল সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট এপি সিং, অনুষ্ঠানের শপথ বাক্য পাঠ করালেন ইনস্টলেশন অফিসার
ফার্স্ট ইন্টারন্যাশনাল ডাইরেক্টর লায়ন সঙ্গীতা যেতিয়ার। প্রথম থেকে ডিস্ট্রিক্ট লায়নদের আজ সম্মানিত করা হয়।
No comments