ভোট পরবর্তী হিংসায় হলদিয়ায় আক্রান্ত বিজেপি
গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ফলাফল ঘোষণার পর থেকেই সারা জেলা জুড়ে বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষ লেগেই রয়েছে।পূর্ব মেদিনীপুর জেলায় ১৩ ই বৃহস্পতিবার দুপুর ১ টা নাগাদ বিজেপি হলদিয়া গ্র…
ভোট পরবর্তী হিংসায় হলদিয়ায় আক্রান্ত বিজেপি
গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ফলাফল ঘোষণার পর থেকেই সারা জেলা জুড়ে বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষ লেগেই রয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলায় ১৩ ই বৃহস্পতিবার দুপুর ১ টা নাগাদ বিজেপি হলদিয়া গ্রামীন মন্ডল ৫ এর সভাপতি অরুন শিমলাই এর ওপর তৃনমূল হার্মাদের অতর্কিত হামলা বলে অভিযোগ ।
অভিযোগের তীর তৃনমূলের বিরুদ্ধে দিননাথ সিমলাই , বিটু দিক্ষীত , পলি দিক্ষীত , অপনা সিমলাই, পিঙ্কি পতি , কুহেলী সিমলাই সহ আরও অনেকে এই হামলা চালায় বলে অভিযোগ,
অপর দিকে তৃনৃমূল অভিযোগ করে বিজেপির লেকেরাই আমাদের ওপর হামলা চালায়,উতপ্ত হলদিয়ার দেউলপোতা অঞ্চলের দ্বাড়িবেড়িয়া স্কুল মোড়। বিএমএস রাজ্য সহ সভাপতি প্রদীপ বিজলী বলেন তৃণমূল কংগ্রেসের পায়ের তলা মাটি সরে যাচ্ছে। আর সেই জন্য বিভিন্ন জায়গায় আমাদের কর্মকর্তাদের উপর আক্রমণ করছেন।
No comments