সমবায় ভিত্তিক মাছের উৎপাদনে চাষের সরঞ্জাম সামগ্রী বিতরনমৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য নন্দীগ্রাম-১ ব্লক মৎস্য দফতরের উদ্যোগে নন্দীগ্রাম থানা মৎস্যজীবি সমবায় সমিতিকে জাল ও হাঁড়ি তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন…
সমবায় ভিত্তিক মাছের উৎপাদনে চাষের সরঞ্জাম সামগ্রী বিতরন
মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য নন্দীগ্রাম-১ ব্লক মৎস্য দফতরের উদ্যোগে নন্দীগ্রাম থানা মৎস্যজীবি সমবায় সমিতিকে জাল ও হাঁড়ি তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন নন্দীগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মুক্তি মাইতি, কর্মাধ্যক্ষ মৌসুমি পানি, ও ব্লক মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু । ব্লক মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু বলেন, মৎস্য সমবায় বা গ্রুপ গঠনের মাধ্যমে মাছ চাষের প্রসার ও মাছের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন প্রকল্প রূপায়িত হচ্ছে এতে মাছ চাষিরা উপকৃত হচ্ছেন, এর সাথে চাষের প্রযুক্তিগত সহায়তাও দেওয়ায় হচ্ছে”। নন্দীগ্রাম থানা মৎস্যজীবি সমবায় সমিতির সম্পাদক সেখ কাদের বক্স বলেন, “সমবায় ভিত্তিক মাছের উৎপাদনে চাষের সরঞ্জাম সামগ্রী হিসেবে পাঁচটা হাড়ি ও দুটি টানা জাল পেয়ে আমরা খুব খশি”।
No comments