ভোট শুরুর আগেই ভোর রাতে ব্যালট বক্স চুরির অভিযোগ, ছবি করতে গেলে সংবাদমাধ্যমকে বাধা পুলিশের
পঞ্চায়েত ভোট শুরুর আগেই ব্যালট বক্স চুরি। রাতের অন্ধকারে ইলেকট্রিক বন্ধ করে ব্যালেট বক্স তৈরির অভিযোগ। শাসক দলের বিরুদ্ধে। শনিবার ভোর রাতে…
ভোট শুরুর আগেই ভোর রাতে ব্যালট বক্স চুরির অভিযোগ, ছবি করতে গেলে সংবাদমাধ্যমকে বাধা পুলিশের
পঞ্চায়েত ভোট শুরুর আগেই ব্যালট বক্স চুরি। রাতের অন্ধকারে ইলেকট্রিক বন্ধ করে ব্যালেট বক্স তৈরির অভিযোগ। শাসক দলের বিরুদ্ধে। শনিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের খাড় ৩ নং গ্রাম পঞ্চায়েতের রতনপুর ৮৯ নং বুথে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চঞ্চল্য রতনপুর বুথে। বিজেপির অভিযোগ,ভোর রাতে ইলেকট্রিক অফ করে ভোট কর্মীদের ভয় দেখিয়ে ব্যালট বক্স চুরি করেছে তৃনমূল। যদি অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।
ব্যালেট বক্স চুরি হয়ে যাওয়ার ঘটনায় বিজেপি কর্মীরা পুলিশে ফোনের মাধ্যমে জানায় পুলিশ কোন সহযোগিতা করেনি বলে এমনটাই জানাচ্ছে বিজেপি। ঘটনাস্থলে পটাশপুর থানার পুলিশ পৌঁছায়স্ত, আর এই ঘটনার সংবাদ মাধ্যম ছবি তুলতে গেলে পুলিশের বাধার মুখে সম্মুখীন হতে হয়। ভোটকেন্দ্রে যে প্রেজাইডিং অফিসার রয়েছেন উনার সঙ্গে কথা বলতে গেলেই তিনি কিন্তু ঘুমন্ত অবস্থায় রয়েছে সম্মান বন্ধনকে পুলিশ গার্ড তিনি জানান প্রিজাইডিং অফিসার তিনি ঘুমন্ত অবস্থায় রয়েছেন এখন উঠবেন না পরে আসুন। এমনটা অভিযোগ জানিয়েছেন। এখনো পর্যন্ত এলাকায় উত্তেজনা রয়েছে আরও পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।
No comments