Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভোট বাক্স লুট করতে এলেই রুখে দাঁড়ায় গ্রামবাসীরা! আহত ৬

আহত হয়েছেন এলাকার  বিশ্বজিৎ কুণঠী

ভোট বাক্স লুট করতে এলেই রুখে দাঁড়ায় গ্রামবাসীরা! আহত ৮ জন সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় ভোটগ্রহণ শুরু হয়।
হলদিয়া পঞ্চায়েত সমিতি সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় সকাল থেকে …

 



আহত হয়েছেন এলাকার  বিশ্বজিৎ কুণঠী



ভোট বাক্স লুট করতে এলেই রুখে দাঁড়ায় গ্রামবাসীরা! আহত ৮ জন সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় ভোটগ্রহণ শুরু হয়।


হলদিয়া পঞ্চায়েত সমিতি সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় সকাল থেকে ছোটখাটো ঘটনা থাকলেও পরবর্তীকালে ঠিক হয়ে যায়। হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় কেন্দ্রীয় বাহিনী না থাকার অভিযোগে ভোট সাময়িক বন্ধ  থাকে পরে কেন্দ্র বাহিনী পৌচ্ছায় সেই এলাকায় পরে ভোটগ্রহণ শুরু হয়। 

সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকা জয়নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় গত রাতে থেকে বোমাবর্ষণের আওয়াজ পায় গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে গ্রামের ভোটাররা সকাল থেকে কড়া পুলিশ পাহারায় ভোটদান শুরু হয়।

সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত কুকড়াহাটি অঞ্চল বেলা বাড়ার সাথে সাথে উত্তপ্ত হয়ে ওঠে কুকড়াহাটি অঞ্চলে তিন নম্বর বুথ ফকির চোক প্রাথমিক বিদ্যালয়- বাইক বাহিনী দুষ্কৃতীরা ভোট বাক্সে ছাপ্পা ভোট মারার জন্য এলেই গ্রামবাসীরা ঘেরে ফেলে। চলে গুলিও  ইট পাটকেল লড়াই। ইট ছোড়া হয় জানা যায়। 

পাশেই তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক অভিষেক দাসের বাড়ি । তিনি তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থী । এলাকার বিরোধী দলের কর্মীদের দাবি এই ভূতের অভিষেক হাঁটতে চলছে আর সেই জন্য বাহির থেকে লোক নিয়ে এসে ছাপ্পা মারার চেষ্টা করেছিল। কিন্তু গ্রামের মানুষ তা রুখে দিয়েছে। কিন্তু অভিষেকের বাড়িতে ও ইটপাটকেল ছোড়া হয় বলেও অভিষেক দাসের বাবা মতিলাল দাস অভিযোগ করলেন সংবাদ মাধ্যমের কাছেই । এই ধরনের ঘটনা ঘটিয়েছে সিপিএম এবং বিজেপি ।দুটি সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয় ঘরের ও ক্ষয়ক্ষতি হয়েছে। সিসি ক্যামেরা ফুটেজ দেখা যায় কয়েকজনকে। ঘটনায় আহত হয়েছেন উভয় দলের প্রায় ৮ জন। প্রদীপ গুড়িয়া পিতা অশোক গুড়িয়া,বিবেক মাজি পিতা মানিক মাজি,অভিজিৎ মণ্ডল পিতা বলরাম, বিশ্বজিৎ মাইতি মাতা সন্ধারানি মাইতি,অশোক কুমার গুড়িয়া পিতা মৃত  গোকুল গুড়িয়া,সুতাহাটা ব্লকের কুকড়াহাটি অঞ্চলের ৩ নম্বর বুথ নাম বিশ্বজিৎ কুনঠি। এদের মধ্যে দুজনকে আশংকা জনক অবস্থা থাকায় কলিকাতায় পাঠানো হয়েছে সূত্রের খবর। 

প্রত্যক্ষদর্শীরা বললেন আমরা ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলাম অফিসার সেজে কখন বুথের ভিতরে কয়েকজন ঢুকে যায় আমরা জানতে পারিনি। একজন পলি এজেন্ট বেরিয়ে চিৎকার করে আওয়াজ শুনে গ্রামবাসীরা ছুটে আসে ।পোলিং এজেন্ট বললেন ভোটারের সাথে ঢুকে যায় এবং ব্যালট পেপার নিয়ে ছাপ্পা মারা শুরু করে দেয় । আমাদের নজরে আসতেই বেরিয়ে এসে চিৎকার শুরু করি। গ্রামের মানুষ ছুটে আসে তখনই দুষ্কৃতীরা শুন্যে গুলি বর্ষণ করে বাইক নিয়ে পালিয়ে যায়। এই ঘটনা সারা সুতাহাটা এলাকায়  আতঙ্ক নেমে আসে। হলদিয়া শিল্পাঞ্চল হলদিয়া পঞ্চায়েত সমিতি এবং হলদিয়া ব্লক এলাকায় সারাদিন যেন পুরো বন্ধের এলাকার ধারণ করেছে। রাস্তায় যানবাহন নেই বাস টো টো অটো কিছুই নেই। নেই রাস্তায় লোকজন নেই। ভোটাররা উৎসবের আকারে ভোট দিচ্ছেন কিন্তু ভোট কেন্দ্রের পাশাপাশি থেকেই যাচ্ছেন। এলাকার বাইরে কেউ যাচ্ছেন না । হলদিয়া এবং সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় কিছু কিছু জায়গায় গভীর রাত পর্যন্ত চলবে ভোট গ্রহন।  এলাকার মহিলা ভোটাররা কি ভোট দিতে পারবেন? সে নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে।

No comments