Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মুখ্যমন্ত্রীর নাম করে হুমকির অভিযোগ হলদিয়া টাউন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি

মুখ্যমন্ত্রীর নাম করে হুমকির অভিযোগ হলদিয়া টাউন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি 

মুখ্যমন্ত্রীর নাম করে হুমকি তৃণমূলের হলদিয়া শহর ব্লক সভাপতির। বিচারাধীন মামলায় হস্তক্ষেপ করে বিবাদ মেটানোর নামে অন্য ব্যক্তিকে জায়গা পাইয়ে দেওয়ার অভ…

 



মুখ্যমন্ত্রীর নাম করে হুমকির অভিযোগ হলদিয়া টাউন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি 



মুখ্যমন্ত্রীর নাম করে হুমকি তৃণমূলের হলদিয়া শহর ব্লক সভাপতির। বিচারাধীন মামলায় হস্তক্ষেপ করে বিবাদ মেটানোর নামে অন্য ব্যক্তিকে জায়গা পাইয়ে দেওয়ার অভিযোগ। তৃণমূলের হলদিয়া শহর সভাপতি মিলন মণ্ডলের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার এমনই অভিযোগ আনলেন দলেরই প্রাক্তন পুর প্রতিনিধি চন্দন মাজী। মুখ্যমন্ত্রীর নাম করে দেওয়া হুমকির সেই অডিও ভাইরাল (অডিও সত্যতা যাচাই করেনি হলদিয়া বন্দর পত্রিকা) হওয়ায় তৃণমূল ব্লক সভাপতির ভূমিকা নিয়ে শোরগোল পড়েছে শিল্পশহরে।

স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি হলদিয়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের। জনৈক নারায়ণ প্রধানের অভিযোগ, তাঁর জায়গার সামনের একটি জায়গা কিনেছেন চন্দন মাজী এবং তাঁর বাইরে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছেন। বিষয়টি নিয়ে নারায়ণ হলদিয়া মহকুমা আদালত ও হলদিয়া মহকুমা শাসকের দ্বারস্থ হন। পাল্টা আদালতের দ্বারস্থ হন চন্দনও। দুটি মামলাই বিচারাধীন বলে দাবি চন্দনের। তিনি আরও দাবি করেছেন, আগামী সেপ্টেম্বর মাস অবধি ওই জায়গায় যেতে নারায়ণ প্রধানকে নিষেধ করেছে আদালত। নারায়ণের দাবি, “বিষয়টি নিয়ে আমি তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সীর দ্বারস্থ হয়েছিলাম। সুব্রত বক্সী ফোন করে শহর সভাপতি মিলন মণ্ডলকে দু'পক্ষকে নিয়ে বিষয়টির সন্তোষজনক সমাধান করতে বলেন। রবিবার মিলন দুজন লোক পাঠিয়েছিলেন। আমার যাতায়াতের রাস্তা পরিষ্কার করে দিয়েছেন।"চন্দন মাজীর অভিযোগ, “শহর তৃণমূলের সভাপতি আমাকে ফোন করে জানান, বিষয়টি নবান্ন অবধি গড়িয়েছে। মুখ্যমন্ত্রী রেকমেন্ড করেছেন সুব্রত বক্সীর কাছে। সেই মত তাঁর লোকজন গিয়ে নারায়ণ প্রধানের প্রাপ্য জায়গা বের করে দিয়ে আসবে।" তিনি আরও বলেন, "শহর সভাপতি আমাকে পরিষ্কার হুমকি দেন, আমার ছেলেরা গিয়ে জায়গা পরিষ্কার করে দিয়ে আসবে। আমি তোমাকে আগাম জানিয়ে দিচ্ছি। তুমি যদি ওখানে যাও গ্রেফতার হয়ে যাবে।” চন্দন বলেন, “আমি ওঁকে বলি বিষয়টি আদালতে বিচারাধীন। সংঘাত এড়াতে আমি ওখানে যাইনি। কিন্তু আমি জেনেছি আদালতের নির্দেশের বাইরে গিয়ে ওই জায়গা নারায়ণ প্রধান কে দখল দিয়েছেন ব্লক সভাপতি। আমি আদলতের দ্বারস্থ

No comments