ভোটে ছাপ্পা ও গণনা কেন্দ্রে দুর্নীতির প্রতিবাদে বিজেপির বিডিও অফিস ঘেরাও ও ডেপুটেশন
পঞ্চায়েত ভোটে ছাপ্পা ও গণনা কেন্দ্রে দুর্নীতির প্রতিবাদে বিজেপির বিডিও অফিস ঘেরাও ও ডেপুটেশন আটকালো কেন্দ্রীয় বাহিনী ও বিশাল পুলিশ বাহিনী পূর্ব মে…
ভোটে ছাপ্পা ও গণনা কেন্দ্রে দুর্নীতির প্রতিবাদে বিজেপির বিডিও অফিস ঘেরাও ও ডেপুটেশন
পঞ্চায়েত ভোটে ছাপ্পা ও গণনা কেন্দ্রে দুর্নীতির প্রতিবাদে বিজেপির বিডিও অফিস ঘেরাও ও ডেপুটেশন আটকালো কেন্দ্রীয় বাহিনী ও বিশাল পুলিশ বাহিনী পূর্ব মেদিনীপুরের এগরায়।
গোটা রাজ্যব্যাপী ২১জুলাই বিভিন্ন ব্লকে বিডিও অফিস ঘেরাও করে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল বিজেপির। পঞ্চায়েত ভোটে ছাপ্পা ও গননাকেন্দ্রে দুর্নীতির বিরুদ্ধে। সেই মর্মেই শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে বিজেপি বিডিও অফিস ঘেরাও কর্মসূচি রাখে।ইতিমধ্যে বিভিন্ন ব্লকে বিডিও অফিসের সামনে ১৪৪ ধারা জারি করে দিয়েছিল প্রশাসন। এদিন এগরা ১ এবং ২ ব্লকের বিডিও অফিসে বিজেপি মিছিল করে ডেপুটেশন জমা দিতে যাওয়ার সময় বিডিও অফিসের মূল গেটেই আটকে দেয় কেন্দ্রীয় বাহিনী সহ এগরা থানার বিশাল পুলিশ বাহিনী তাদের। এরপরই পুলিশের সঙ্গে বিজেপি নেতা-কর্মীদের মধ্যে চলে তুমুল বচসা। তখনি তারা মূল গেটের সামনে রাস্তায় দাঁড়িয়ে ও বসে কয়েক ঘন্টা অবস্থান বিক্ষোভ করে বিষ্টির মধ্যেই। পুলিশ তাদের সাথে কথা বলে বিজেপির ৩ জন প্রতিনিধি দলকে ভেতরে প্রবেশ করতে দেয়।
No comments