Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভারতের মাটি থেকে চন্দ্রযান ০৩ যাত্রা শুরু

ভারতের মাটি থেকে চন্দ্রযান ০৩ যাত্রা শুরু 
১৪ ই জুলাই হরিকোটা থেকে চন্দ্রযান ০৩ যাত্রা করবে ২-৩০ মিনিটে। এখন চলছে জোড় প্রস্তুতি।
শুক্রবার দুপুরেই চাঁদের  উদ্দেশ্যে পাড়ি দেবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্রজান ৩ রকেট। যা …

 



ভারতের মাটি থেকে চন্দ্রযান ০৩ যাত্রা শুরু 


১৪ ই জুলাই হরিকোটা থেকে চন্দ্রযান ০৩ যাত্রা করবে ২-৩০ মিনিটে। এখন চলছে জোড় প্রস্তুতি।


শুক্রবার দুপুরেই চাঁদের  উদ্দেশ্যে পাড়ি দেবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্রজান ৩ রকেট। যা চন্দ্রযানটিকে শক্তি যোগাবে এবং পৃথিবীর কক্ষপথে বাহিরে ঠেলে দেবে। এলভিএম ৩ হল একটি  ত্রিস্তরীয়  উৎক্ষেপণ যান। এর আগে একাধিক কৃত্রিম উপগ্রহ  এবং চন্দ্র যাত্রায় এই এলভি এম ৩ ব্যবহৃত হয়েছে। একে ভারতীয় রকেটের বাহুবলী বলা হয়। এর মধ্যে দুটি স্তরে কঠিন জ্বালানি এবং একটি স্তরের তরল জ্বালানি রয়েছে। কঠিন জ্বালানি ১৩৭ সেকেন্ড ধরে জলে। উৎক্ষেপণের ১০৮ সেকেন্ডের মধ্যে জ্বলতে শুরু করে তরল জ্বালানি শুরু করে তরল জ্বালানি। তা ২০৩ সেকেন্ড ধরে রকেটটি  চালনা করে। আর কয়েক ঘণ্টা পরে ১৪ ই জুলাই শুক্রবার বেলা ২:৩০ মিনিটে চন্দ্রযান ৩ রকেট যাত্রা শুরু করবে।

No comments