নির্বাচনী সভায় বিস্ফোরক মন্তব্য করলেন যুব সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়
পালাবদল ইচ্ছে করে হয়নি। স্বতঃস্ফূর্ত পালাবদল ছিল না। জোর করে পালাবদল করানো হয়েছিল। ভগবানপুরের শহিদ বেদী সংলগ্ন মাঠে নির্বাচনী সভা করতে এসে…
নির্বাচনী সভায় বিস্ফোরক মন্তব্য করলেন যুব সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়
পালাবদল ইচ্ছে করে হয়নি। স্বতঃস্ফূর্ত পালাবদল ছিল না। জোর করে পালাবদল করানো হয়েছিল। ভগবানপুরের শহিদ বেদী সংলগ্ন মাঠে নির্বাচনী সভা করতে এসে এমনই মন্তব্য করলেন সিপিএমের যুব সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। এদিন তিনি বলেন, “২০০৮ সালে ক্ষমতায় ছিল বামফ্রন্ট সরকার। তারা বুঝেছিলেন মানুষ সমর্থন ফিরিয়ে নিচ্ছেন। তারপরেও নমিনেশন কি করতে দেয়নি? বাধা দিয়েছিল? বাধা দেয়নি। মানুষ সমর্থন ফিরিয়ে নিচ্ছে দেখেও বাক্স বদল, মানুষকে ধমক, ভোটে রিগিং করেনি বামেরা। এটাই বামেদের
সততা। ২০১৩-২০১৮ সালে ক্ষমতায় থাকার পরেও কেন সততা দেখাতে পারল না তৃণমূল ?” তিনি এদিন তৃণমূলের পাশাপাশি বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকেও একহাত নেন। মীনাক্ষী বলেন, “২০ বছর তৃণমূল করে এখন তিনি বিজেপি হয়ে গেলেন। উনি তো বাইরে চিৎকার করছেন। দলের মধ্যে ছিলেন সব জানেন। ফাইল কোথায় আছে, ইডি কে গিয়ে বলে দিলেই হয়। বামেরা রাস্তায় ছিল, রাস্তায় আছে।” এদিনের সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা সিপিএমের সাধারণ সম্পাদক নিরঞ্জন সিহি, জেলা যুব সিপিএমের সম্পাদক মন্ডলী সদস্য ইব্রাহিম আলি প্রমুখ।
No comments