Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অক্ষরেখার উদ্যোগে বিশ্ব যুব দক্ষতা দিবস উদযাপন

অক্ষরেখার উদ্যোগে বিশ্ব যুব দক্ষতা দিবস উদযাপন ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/Oms2vItIv7U  সেচ্ছাসেবী সংস্থা অক্ষরেখার  উদ্যোগে হলদিয়া এবং হলদিয়ার পার্শ্ববর্তী এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে ১৮ থেকে ৪০ বছরের মহিলা ও …

 




অক্ষরেখার উদ্যোগে বিশ্ব যুব দক্ষতা দিবস উদযাপন 

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/Oms2vItIv7U

  সেচ্ছাসেবী সংস্থা অক্ষরেখার  উদ্যোগে হলদিয়া এবং হলদিয়ার পার্শ্ববর্তী এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে ১৮ থেকে ৪০ বছরের মহিলা ও পুরুষদের জন্য নানান রকম প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণের বিষয়  টেলারিং,ফেব্রিক,বুটিক, কুরিয়ার সার্ভিস এক্সিকিউটিভ, বিউটিশিয়ান,ওয়েল্ডিং, ডেটা এন্ট্রি অপারেটর, প্লাম্বিং,WPS, ইনফরমেশন টেকনোলজি,যোগা প্রাণায়াম,হেলথ কেয়ার ইত্যাদি !পরীক্ষা উত্তীর্ণ ব্যক্তিদের চাকরির সুযোগও রয়েছে জানালেন সংস্থার কর্তৃপক্ষ।

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য এলাকায় গিয়ে ট্রেনিং য়েরও ব্যবস্থা রয়েছে বলেও জানালেন সংস্থার কো-অর্ডিনেটর রাধারানী দাস।

প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে ভারত সরকারের অধীনে আজকের দিন বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করে। ২০২৩ এবারের থিম শিক্ষক প্রশিক্ষক এবং তরুণদের  একটি রূপান্তর মূলক একটি ভবিষ্যতের জন্য একটি দক্ষতা করা ।

অক্ষরেখার সেন্টার ইনচার্জ মাসুদ আলী  বলেন সমাজের তরুণ তরুণীদের জন্য কাজে দক্ষতা বাড়ানোর জন্য আজকের এই দিনটি বিশেষভাবে পালন করা হয়। হলদিয়াতে অক্ষরেখা  উদ্যোগে সারা জেলা জুড়ে নতুন প্রজন্মকে কাজে উৎসাহিত করতে পালিত হল। 

তিনি বলেন বর্তমান সমাজের যুবক-যুবতীদের উন্নত মানের প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্ম ক্ষেত্রে কাজে লাগানো উৎসাহ প্রদান করার জন্য ২০১৪ সাল থেকে ভারত সরকারের অধীনে এই দিনটি পালন করে আসা হচ্ছে। আমরা হলদিয়া অক্ষরেখা  যুবতীদের বিভিন্ন ট্রেনিং এর সাথে সাথে নৃত্য গান ও কবিতা আজকের অনুষ্ঠানে পরিবেশন করেন। আজকের সবাই উপস্থিত ছিলেন বিভিন্ন ট্রেনের প্রশিক্ষক ছাত্র-ছাত্রী এছাড়াও উপস্থিত ছিলেন সাকিল রানা  সফ্টকিল ট্রেনার এবং জায়ান্ট হালদার কমিউনিটি ওয়ার্কার ।


No comments