“তোমার অবস্থা যত মন্দ হউক না কেনো, অন্যের অবস্থা এত মন্দ আছে যে, তাহার সহিত তুলনা করিলে তোমার অবস্থা অনেক ভালো বোধ হইবেক। ”
চোখের সামনে মানুষ অনাহারে মরবে,ব্যাধি , জরা , মহামারীতে উজাড় হয়ে যাবে, আর দেশের মানুষ চোখ বুঁজে ‘ভগবান’…
“তোমার অবস্থা যত মন্দ হউক না কেনো, অন্যের অবস্থা এত মন্দ আছে যে, তাহার সহিত তুলনা করিলে তোমার অবস্থা অনেক ভালো বোধ হইবেক। ”
চোখের সামনে মানুষ অনাহারে মরবে,ব্যাধি , জরা , মহামারীতে উজাড় হয়ে যাবে, আর দেশের মানুষ চোখ বুঁজে ‘ভগবান’ ‘ভগবান’ করবে — এমন ভগবৎ প্রেম, আমার নেই, আমার ভগবান আছে মাটির পৃথিবীতে, স্বর্গ চাই না, মোক্ষ চাই না, বারে বারে ফিরে এসি এই মর্ত্য বাংলায়।”
পণ্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ১৩৩ তম প্রয়াণ দিবসে আমার প্রণাম ও শ্রদ্ধা.
No comments