রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহা হচ্ছেন নতুন নির্বাচন কমিশনারনবান্নের প্রস্তাবেই সীলমোহর রাজভবনেরনবান্নের প্রস্তাবিত নামেই শিলমোহর দিল রাজভবন পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে বেছে নেওয়া হল প্রাক্তন মুখ্য সচিব রাজীব স…
রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহা হচ্ছেন নতুন নির্বাচন কমিশনার
নবান্নের প্রস্তাবেই সীলমোহর রাজভবনের
নবান্নের প্রস্তাবিত নামেই শিলমোহর দিল রাজভবন পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে বেছে নেওয়া হল প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহাকে। তবে নবান্নের নাম পাঠানোর কুড়ি দিন পর মিলল সেই সম্মতি যে সময়কালে এই পদে থাকে বসানো হবে তা নিয়ে চলছে জল্পনা। একাধিক চিঠি চালাচালি হয়েছে রাজভবন এবং নবান্নের মধ্যে। তবে রাজভবন নতুন রাজ্য নির্বাচন কমিশনার সংক্রান্ত ফাইল ছেড়ে দেওয়ার যথেষ্ট স্বস্তিতে নবান্ন প্রশাসনিক মহলের বক্তব্য সামনেই পঞ্চায়েত ভোট প্রাক্তন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস অবসর নিয়েছেন গত ২৮ মে। এই পরিস্থিতিতে এই শূন্যস্থান পূরণ হওয়া আবশ্যিক ছিল। না হলে পঞ্চায়েত নির্বাচন নিয়ে সংশয় দেখা দিতে পারতো। গত ২৮শে মে রাজীব সিনহা নাম প্রস্তাব করে রাজভবনে ফাইল পাঠিয়েছিলেন নবান্ন। তারপর কেন রাজ্য সরকার রাজীবরা নাম প্রস্তাব করলেন তা জানতে চায় রাজভবন সেই সংক্রান্ত উত্তর দেওয়ার পর শেষ দ্বিতীয় এবং তৃতীয় নাম চাওয়া হয়। দ্বিতীয় নাম হিসেবে শীর্ষ আমলা রঞ্জিত অজিত রঞ্জন বর্ধন নাম পাঠায় নবান্ন। তারপর ফের তৃতীয় নাম চেয়ে পাঠায় রাজভবন তবে নতুন আর কোনো নাম পাঠানো হবে না বলেই সিদ্ধান্ত নেয় নবান্ন। বেশ কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এই সমস্ত কাজ নিয়ে আজ পর্যন্ত কোনো দিন সমস্যা হয়নি এই প্রথম এত সমস্যা হচ্ছে সামনে পঞ্চায়েত নির্বাচন পৌরসভা নির্বাচন আছে তাই আমি মাথা নিচু না করেই ফাইল ছাড়তে আবেদন করছি মূলত মুখ্যমন্ত্রী হস্তক্ষেপেই পরেই এই সংক্রান্ত ফাইল রাজভবন থেকে ছাড়া হয়েছে বলেই আমলা মহলের বক্তব্য আজ বুধবার ৭ই জুন রাজিব নির্বাচন কমিশনার পদে নিযুক্ত করার বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র দপ্তরের কো-অডিনেশন ব্রাঞ্চ । ১৯৮৬ আইএএস রাজীব সিনহা রাজ্যের মুখ্য সচিব হিসেবে কাজ করে অবসর গ্রহণ করেছিলেন ২০২০ সালে সেপ্টেম্বর মাসে। তবে এই প্রাক্তন আমলা কে শিল্প উন্নয়ন নিগম এবং পরবর্তীকালে শিল্প পরিকাঠামো উন্নয়ন নিরবের দায়িত্ব দেয় রাজ্য বর্তমানে রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা।
No comments