আঠারো মাসের শিশু সন্তানকে খুন করল বাবা, দাদু , ঠাকুমা এমনটাই অভিযোগ মায়ের
ঘটনাটি ঘটেছে নন্দকুমার থানা ব্যাবত্তারহাট পূর্ব গ্রাম পঞ্চায়েত এলাকায় ইড়খা গ্রামে।জানা যায় গত দু বছর আগে প্রেম করে বিয়ে হয়েছিল নন্দকুমার থানার ব্যবস্…
আঠারো মাসের শিশু সন্তানকে খুন করল বাবা, দাদু , ঠাকুমা এমনটাই অভিযোগ মায়ের
ঘটনাটি ঘটেছে নন্দকুমার থানা ব্যাবত্তারহাট পূর্ব গ্রাম পঞ্চায়েত এলাকায় ইড়খা গ্রামে।
জানা যায় গত দু বছর আগে প্রেম করে বিয়ে হয়েছিল নন্দকুমার থানার ব্যবস্থা হাট পশ্চিম গ্রাম পঞ্চায়েতের এলাকায় ইড়খা গ্রামের নন্দকুমার ব্লকে সিমুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় মহদ্ধতিপুরে ভগবত পালের সঙ্গে বিয়ে হয় ।বিয়ের এক বছর পর পারিবারিক অশান্তি লেগেই থাকে । এনিয়ে অনেকবার সালিশি সভা হয়েছে তাতে কোন ফল হয়নি । অবশেষে মেয়েটি তার বাবার বাড়ি চলে আসে।
সেই কারণেই তাদের মধ্যে কেশ কাচারি চলছিল কিন্তু সন্ধ্যায় শিশু সন্তানের বাবা, দাদু ও ঠাকুমা মেয়েটির বাবার বাড়িতে এসে তার সন্তানকে দড়ি দিয়ে বেঁধে বাড়ির জলে ড্রামে জলে ডুবিয়ে খুন করে বলে অভিযোগ মায়ের। এই নিয়ে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। আসল ঘটনার তদন্ত চেয়েছেন ব্যাবত্তারহাট পশ্চিম গ্রাম পঞ্চায়েত এলাকায় উপপ্রধান কার্তিক বেরা। ঘটনায় তদন্তে নেমেছেন নন্দকুমার থানার পুলিশ।
No comments