রাজনৈতিক আন্দোলনের পূর্ণভূমি নন্দীগ্রামে দলের সেনাপতি যুব আইকন- অভিষেক
পূর্ব মেদিনীপুরে যেন পূর্ণ কলেবরে বিকশিত হল চন্ডিপুর। ৩৬ তম দিনে চন্ডিপুর থেকে যে ঐতিহাসিক পদযাত্রা সূচনা হল ছাপিয়ে গেল পূর্বের সমস্ত দিনের ইতিহাস। কর্মসূচি …
রাজনৈতিক আন্দোলনের পূর্ণভূমি নন্দীগ্রামে দলের সেনাপতি যুব আইকন- অভিষেক
পূর্ব মেদিনীপুরে যেন পূর্ণ কলেবরে বিকশিত হল চন্ডিপুর। ৩৬ তম দিনে চন্ডিপুর থেকে যে ঐতিহাসিক পদযাত্রা সূচনা হল ছাপিয়ে গেল পূর্বের সমস্ত দিনের ইতিহাস। কর্মসূচি ঘিরে কার্যত জনস্রোতে পরিণত হল চন্ডিপুরের পথঘাট। কর্মসূচিতে সঙ্গে ছিলেন স্থানীয় নেতৃত্ববৃন্দ, পদযাত্রা ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নির্ধারিত সময়ের বহু পূর্বেই তারা সদল বলে অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত ছিলেন। পদযাত্রা পূর্ণতা লাভ করেছিল আমজনতার আন্তরিক ও সচেতন যোগদানে। তাদের এই নিজস্ব অন্তর্ভুক্তি বুঝিয়ে দিয়েছিলেন এই জেলা আজও অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে। মানুষ পঞ্চায়েতে তার ভিত দৃঢ় করবে।
No comments