Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সমাজের অভিভাবকত্ব নিয়ে আলোচনা সেমিনার হলদিয়া আইন কলেজে

সমাজের অভিভাবকত্ব নিয়ে আলোচনা সেমিনার হলদিয়া আইন কলেজে
অভিভাবকত্ব নিয়ে আলোচনা সমাজের একটি অতি-গুরত্বপূর্ণ ক্ষেত্র হলেও টা খুবই অবহেলিত একটি বিষয় হিসেবেই দেখা যায়। আসলে ছোটদের যে নিজস্ব একটা জগৎ আছে, তাদেরও যে ব্যাক্তি সত্ত্বা…

 


সমাজের অভিভাবকত্ব নিয়ে আলোচনা সেমিনার হলদিয়া আইন কলেজে


অভিভাবকত্ব নিয়ে আলোচনা সমাজের একটি অতি-গুরত্বপূর্ণ ক্ষেত্র হলেও টা খুবই অবহেলিত একটি বিষয় হিসেবেই দেখা যায়। আসলে ছোটদের যে নিজস্ব একটা জগৎ আছে, তাদেরও যে ব্যাক্তি সত্ত্বা আছে, তাদেরও ইচ্ছা-অনিচ্ছা , খারাপ - মন্দ ভাবার অধিকার আছে টা আমরা খুব সহজেই অবহেলা করি। এবং অভভাবকত্য একটি একতরফা বিষয় হয়েই রয়ে  রেজায়। সেখানে শুধু মা, বাবা ও অন্যান্য বয়স্কদের ইচ্ছে বা দাবি ই স্থান পায়। শিশুমন টির সেখানেই হত্যা হয় যায়। সেও আর পাঁচজন বড়দের মতো বড়ো হয়। ফলতঃ স্বতন্ত্র ব্যক্তি সত্তা গড়ে ওঠেনি ওদের কোনোদিনই। ঠিক এই বিষয়টিকে মাথায় রেখেই ' বন্ধু ' ও ' সমর্পণ ' আজকে এই অভিভাবকত্ব নিয়ে একটি সচেতনতা মূলক আলোচনা সভার আয়োজন করেছিল। মূল বক্তা হিসেবে ছিলেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির প্রফেসর এমেরিটাস ড. বুলা ভদ্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের প্রফেসর ড. পিয়ালী সুর এবং হিরালাল মজুমদের মেমোরিয়াল গার্লস কলেজের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. চন্দ্রাবলী দত্ত। সম্পূর্ণ অনুষ্ঠানটি র আয়োজন ও পরিচালনায় ছিলেন হলদিয়া সরকারি মহাবিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক প্রফ. মৌতান রায় ও সমর্পণ এর সমস্ত সদস্যবৃন্দ। আলোচনায় সরাসরি তাদের অসুবিধার কথা বলেন স্থানীয় এলাকার একেবারে তৃণমূল স্তরের অভিভাবকরা। খুবই ইতিবাচক আকারে  agamidine আরও  এই ধরনের অনুষ্ঠান আয়োজনের অঙ্গীকার নিয়ে সমাপ্ত হয় এই আলোচনা চক্র। 

No comments