সুতাহাটা পঞ্চায়েত সমিতির ৮ নং আসনে পি ডিএস প্রার্থী মিতালী চাউল্যাআসন্ন দ্বিস্তর পঞ্চায়েত নির্বাচন দিনক্ষণ ঘোষণা করেছিলেন নির্বাচন কমিশন ৮ জুন ৯ জুন থেকে মনোনয়নপত্র এবং ডিসিআর কাটার কাজ শুরু হয়েছিল। ২০ জুন পর্যন্ত ছিল মনোনয়ন…
সুতাহাটা পঞ্চায়েত সমিতির ৮ নং আসনে পি ডিএস প্রার্থী মিতালী চাউল্যা
আসন্ন দ্বিস্তর পঞ্চায়েত নির্বাচন দিনক্ষণ ঘোষণা করেছিলেন নির্বাচন কমিশন ৮ জুন ৯ জুন থেকে মনোনয়নপত্র এবং ডিসিআর কাটার কাজ শুরু হয়েছিল। ২০ জুন পর্যন্ত ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় মোট ১৬ টি তার মধ্যে ১৬টি পঞ্চায়েত সমিতির প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং ২টি জেলা পরিষদে সুতাহাটা ব্লকের নির্ধারিত প্রার্থীদের নমিনেশন করে। সুতাহাটা গ্রাম পঞ্চায়েত ৬ টি গ্রাম পঞ্চায়েত ১১৫ গ্রাম পঞ্চায়েতের মনোনয়ন পত্র দাখিল করেছেন। পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা গ্রাম পঞ্চায়েত ২০১৮ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন। বিরোধী রাজনৈতিক দাবি ছিল তাদের নোমিনেশন করতে দেওয়া হয়নি।
২০২৩ সালে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতেই বিরোধী রাজনৈতিক সমস্ত দল তারা নমিনেশনে ঝাঁপিয়ে পড়েন। সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় শাসক দল তৃণমূল কংগ্রেস সিপিআইএম এসইউসিআই ইউএসএ আইএসএফ ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি এবং বিভিন্ন শাসক ও বিরোধী দলের বিক্ষুব্ধ নির্দল প্রার্থীরাও এবারে অংশগ্রহণ করেছেন। পঞ্চায়েত নির্বাচনে পিডিএস প্রার্থী প্রত্যেকবারই সুকুমার চাউল্যা দাঁড়াতেন এবারে তার সহধর্মিনী মিতালি চাউল্যা পিডিএস সুতাহাটা পঞ্চায়েত সমিতির ৮ নম্বর আসনে প্রার্থী হয়েছেন প্রচার চলছে চোরকদমে আগামী ৮ জুলাই নির্বাচন। এবং ১১ জুলাই ভোটের ফলাফলের দিকে সবাই তাকিয়ে রয়েছেন।
পূর্ব মেদনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় ১১৫ টি গ্রাম পঞ্চায়েত ও ১৬ টি পঞ্চায়েত সমিতির আসন, দুটি জেলা পরিষদের আসন। সুতাহাটা পঞ্চায়েত সমিতির ৮ নং আসনে পিডিএস প্রার্থী মিতালী চাউল্যা দুটি পাতা একটি কুঁড়ি চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানালেন।

No comments