Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২য় বর্ষের রবীন্দ্র-নজরুল সন্ধ্যা আয়োজনে - "সুরে ছন্দে"

২য় বর্ষের রবীন্দ্র-নজরুল সন্ধ্যা আয়োজনে - "সুরে ছন্দে"

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/yZmCsTpCCeI
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া টাউনসিপে সংগীত বিদ্যালয় কোভিডে সময়ে ২০১৯ এ শুরু হয়েছিল। বিভিন্ন যন্ত্…

 





 ২য় বর্ষের রবীন্দ্র-নজরুল সন্ধ্যা আয়োজনে - "সুরে ছন্দে"



ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/yZmCsTpCCeI

পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া টাউনসিপে সংগীত বিদ্যালয় কোভিডে সময়ে ২০১৯ এ শুরু হয়েছিল। বিভিন্ন যন্ত্র সংগীত যেমন গীটার, তানপুরা, তবলা, হারমোনিয়াম এর সাথে সাথে নিত্য এবং গানও শেখানো হয় সুরে ও ছন্দে।


১৮ই জুন সন্ধ্যায় হলদিয়া রিফাইনারি ক্লাবে সুরে ও ছন্দে দ্বিতীয় বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান,প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধনী সঙ্গীত এবং  অতিথি বরণ মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

 ছোটদের নৃত্য ফুলে ফুলে অংশগ্রহণে দ্বিতীপ্রিয়া, আদৃতা, সুহানী, কৌশানী ও রাজশ্রী। পরে গান - রূপম দাস ভালোবাসে সখী,- নৃত্য আরশি শীল - এসো শ্যামল সুন্দর...  সংগীত পরিবেশন করেন জিৎ প্রামাণিক। আমার মন বলে চাই চাই, চাই গো  গুল-বাগিচার বুলবুলি আমি..

নৃত্য- মন মোর মেঘেরও সঙ্গী কাব্যা ও তিষিকা।কবিতা পরিবেশন করেন - বেবী দাস - জীবন বন্দনা।ছোটদের গান - খেলিছে জলদেবী অংশগ্রহণে ভিষিকা, অদিত্রী, আরশি, সুমেধা, অদ্রিজা, সম্রাট, স্বর্ণাভ ও প্রীতম

সংগীত পরিবেশন করেন – মেঘা কুইতি রিমঝিম রিমঝিম ঝিম।

নৃত্য পরিবেশনে - শ্রীলেখা ব্যানার্জি ভূঁইয়া একি লাবণ্যে পূর্ণ প্রান।গান শ্যামাপ্রসাদ ব্যানার্জি আজও ফোটেনি মম কুঞ্জে কুসুম। সংগীতে অতিথি শিল্পী শ্রী কল্লোল ঘোষাল।

সহযোগী শিল্পী তবলায় শ্রী কৌশিক ব্যানার্জি, কিবোর্ডে শ্রী শঙ্খদীপ জানা ও পার্কাসানে শ্রী সমীর রঞ্জন মাইতি।

No comments