ট্রেন দুর্ঘটনাস্থলে এলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিআসতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী। সকাল থেকেই শোনা যাচ্ছিল এমন কথা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন মহল থেকে এই জল্পনা আরও জোরালো হয়। বেলা ৩টে ৪৫ মিনিট নাগাদ ভুবনেশ্বর থেকে …
ট্রেন দুর্ঘটনাস্থলে এলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
আসতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী। সকাল থেকেই শোনা যাচ্ছিল এমন কথা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন মহল থেকে এই জল্পনা আরও জোরালো হয়। বেলা ৩টে ৪৫ মিনিট নাগাদ ভুবনেশ্বর থেকে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে চেপে সরাসরি বাহানাগা বাজারে নামেন নরেন্দ্র মোদি। এখানেই গত রাতে ঘটে গিয়েছে সাম্প্রতিক কালের ভয়াবহ রেল দুর্ঘটনা। আগে থেকেই সেখানে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রধানমন্ত্রীকে তিনিই পরিস্থিতি বর্ণনা করেন। এরপর যে জায়গায় একের পর এক কামরা দুমড়েমুচড়ে পড়ে রয়েছে, সেখানে চলে যান মোদি। এনডিআরএফ সহ উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। কিছুক্ষণ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড়া হবে না।’ জখমদের চিকিৎসা সংক্রান্ত সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি। সেই সঙ্গে যেসব স্থানীয় বাসিন্দা বিপদাপন্ন যাত্রীদের প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। অকুস্থলে দাঁড়িয়েই তিনি রেল এবং ওড়িশা সরকারের একাধিক পদস্থ কর্তার সঙ্গে কথা বলেন। কিছুক্ষণের জন্য তাঁকে অত্যন্ত চিন্তিতভাবে ফোনে কারও সঙ্গে কথা বলতে দেখা যায়। বিকেল ৪টে ২১ মিনিট নাগাদ ঘটনাস্থল ছাড়েন প্রধানমন্ত্রী।
No comments