হলদিয়া ইসকন মন্দিরে জগন্নাথ দেবের স্নান যাত্রা অগণিত ভক্ত
রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম ভক্তেরা লুটায়ে সবে করিছে প্রণাম। রথ বলে আমি দেব পথ বলে আমি মূর্তি বলে আমি দেব হাসে অন্তর্যামী। আর কোনদিন পরেই রথযাত্রা উৎসব ধুমধাম করে সকাল থ…
হলদিয়া ইসকন মন্দিরে জগন্নাথ দেবের স্নান যাত্রা অগণিত ভক্ত
রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম ভক্তেরা লুটায়ে সবে করিছে প্রণাম। রথ বলে আমি দেব পথ বলে আমি মূর্তি বলে আমি দেব হাসে অন্তর্যামী। আর কোনদিন পরেই রথযাত্রা উৎসব ধুমধাম করে সকাল থেকেই বিভিন্ন রথযাত্রা কমিটির উদ্যোগে জগন্নাথ বলরাম সুভদ্রা, স্নান যাত্রা অনুষ্ঠিত হয়।
পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া ইসকন মন্দিরের উদ্যোগে এ বছর রথযাত্রা অনুষ্ঠিত হবে। হলদিয়া ইসকন মন্দিরে বিরাজমান আছেন রাধারানী এবং জগন্নাথ বলরাম সুভদ্রা। হলদিয়া সিটি সেন্টার সোনার তরী থেকে রথ যাত্রার সূচনা হবে ২০ জুন।
১৯ শে জুন আনুষ্ঠানিকভাবে রথ পূজা অনুষ্ঠিত হবে । সিটি সেন্টার থেকে বিকেল তিনটের সময় রথযাত্রা সূচনা হবে। রথযাত্রা কে কেন্দ্র করে মেলা বসবে হলদিয়া ইসকন মন্দির সংলগ্ন মাঠে।
জগন্নাথ দেবের স্নান যাত্রা সকাল থেকে শুরু হয়েছিল বিভিন্ন রথযাত্রার কমিটির উদ্যোগে । হলদিয়া ইসকন মন্দিরে রথযাত্রা উৎসব কেন্দ্র করে জগন্নাথ বলরাম সুভদ্রার স্নান যাত্রা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ইসকন নামহট্ট, ইসকন গীতা একাডেমীর অগণিত ভক্তবৃন্দ। হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রসাদ মন্ডল এবং ভূমি দাতা প্রাক্তন সাংসদ আই কেয়ার এর চেয়ারম্যান লক্ষ্মণ চন্দ্র শেঠ।
মন্দিরের ভিতর থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা কে নিয়ে যাওয়া হয় এক মন্ডপ অনুষ্ঠানে। জগন্নাথ বলরাম সুভদ্রা কে দোলাতে দোলাতে নিয়ে যাওয়া হয়। ১৫৬ পদে মহা ভোগ নিবেদন করা হয়।
বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে হরে কৃষ্ণ সংকীর্তন এবং রাধা পার্থ সারথী মন্দিরের রাধারানীর ধ্বনি মধ্য দিয়ে আজ জগন্নাথ বলরাম সুভদ্রার স্নান যাত্রা সমাপন হয়। স্নান যাত্রার শেষে প্রায় পাঁচ হাজার ভক্ত মহাপ্রসাদ সেবন করেন।
No comments