এগরা ২ ব্লকের বালিঘাই বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত বারোয়ারী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের কারাগার মন্ত্রী অখিল
প্রাচীন ও ঐতিহ্যবাহী বারোয়ারী মেলা শুরু হল। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বালিঘাই …
এগরা ২ ব্লকের বালিঘাই বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত বারোয়ারী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের কারাগার মন্ত্রী অখিল
প্রাচীন ও ঐতিহ্যবাহী বারোয়ারী মেলা শুরু হল। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বালিঘাই বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত বারোয়ারী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি। তিনি বলেন প্রায় দেড়শো বছরের এই প্রাচীন মেলা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বারোয়ারী মেলায় মিলিত হই। পাশাপাশি এই মেলার সর্বাঙ্গীণ সাফল্য কামনা রইল। মেলা কমিটির সভাপতি গুরুপদ দাস (বাপি) জানিয়েছেন, সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ। তবে মেলায় রয়েছে শতাধিক স্টল। রয়েছে সামাজিক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরা ২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্রীপতি প্রধান, জেলা পরিষদের সদস্য পার্থসারথি দাস ও গায়ত্রী পাত্র প্রমুখ। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সমাজসেবী সন্দীপ পাত্র।
No comments