প্রয়াত পৌর কর্মী প্রতাপ জানা
হলদিয়া পৌরসভার মেনটেনেন্স সুপারভাইজার প্রতাপ জানা। গত ৫ই জুন প্রচন্ড গরমে স্ট্রোকে মারা যায় বলে সূত্রে খবর।
প্রচন্ড তাপদাহ চলছে। স্কুল কলেজ রাজ্য সরকারের পক্ষ থেকে বন্ধ রাখা হয়েছে কিন্তু বন্ধ হয়নি…
প্রয়াত পৌর কর্মী প্রতাপ জানা
হলদিয়া পৌরসভার মেনটেনেন্স সুপারভাইজার প্রতাপ জানা। গত ৫ই জুন প্রচন্ড গরমে স্ট্রোকে মারা যায় বলে সূত্রে খবর।
প্রচন্ড তাপদাহ চলছে। স্কুল কলেজ রাজ্য সরকারের পক্ষ থেকে বন্ধ রাখা হয়েছে কিন্তু বন্ধ হয়নি মিড ডে মিল শিশু বিকাশ কেন্দ্র (আইসিডিএস)।
তাপপ্রবাহ এর জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার জলদান শিবির করেছে।
অনেক ওয়ার্ডে বিদ্যুতের লাইন তার ফলে পাখা চলছে না। আর অফিসে সকালে কাজ শুরু করেছেন। সাড়ে দশটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত।
এলাকার মানুষের দাবি মর্নিং অথবা নাইট শিফটে যদি অফিসগুলো খোলা থাকতো তাহলে কাজের সমস্যা হতো না। প্রচন্ড তাপদাহে মানুষ বেরোতে পারছে না। অফিসে খোলা রেখে সহায়িকা থাকলেও সাধারণ মানুষ রৌদ্রের জন্য যেতে পারছে না কাজও হচ্ছে না।
প্রসঙ্গত,পৌরসভা মেনটেনেন্স সুপারভাইজার ২৮ নং ওয়ার্ডের প্রতাপ জানা বয়স ৫৪ বাবা ৺ কালিপদ জানা স্টোকে মারা গেছে বলেই এলাকার মানুষের দাবি । ৫ ই জুন পৌরসভা সামনে নিয়ে আসা হয় কালিপদ জানার মরদেহ। পৌর কর্মচারী সহ অন্যান্য আধিকারিকরা তার মরদেহে পুষ্পস্তোবক অর্পণ করেন। হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিলর আজগর আলি (পল্টু) তার আত্মার চিরশান্তি কামনা করেছেন এবং পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন। পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হলদিয়া পৌরসভার পৌর কর্মচারী ফেডারেশনের সভাপতি চন্দন বেরা।
No comments