পূর্ব মেদিনীপুর জেলায় আবার মিউজিকাল চেয়ার??পৌরসভা পঞ্চায়েত নির্বাচন সামনে রয়েছে পঞ্চায়েত নির্বাচনে দিন ঘোষণা হয়েছে। নির্বাচন কবে হবে সেনিয়েও এখন দ্বন্দ্বে রয়েছেন এলাকার মানুষ।বাম ডান সমস্ত রাজনৈতিক দল নির্বাচনের জন্য বারে…
পূর্ব মেদিনীপুর জেলায় আবার মিউজিকাল চেয়ার??
পৌরসভা পঞ্চায়েত নির্বাচন সামনে রয়েছে পঞ্চায়েত নির্বাচনে দিন ঘোষণা হয়েছে। নির্বাচন কবে হবে সেনিয়েও এখন দ্বন্দ্বে রয়েছেন এলাকার মানুষ।
বাম ডান সমস্ত রাজনৈতিক দল নির্বাচনের জন্য বারে বারে দাবি করেছেন। যদি পেছনের দিন ঘোষণা হল পৌরসভার নির্বাচনের দিন ঘোষণা এখনো হয়নি। সূত্রের খবর হলদিয়া বহু নেতা পরিবর্তন হতে চলেছে।
No comments