দ্বিতীয় ইনিংস তাহলে খেলা জমে না?হলদিয়ার স্বপ্নের ফেরিওয়ালা সিপিআইএমের প্রাক্তন বহিষ্কৃত সাংসদ লক্ষ্মণ শেঠের দ্বিতীয় বিবাহকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া এখন প্রচার তুঙ্গে। লক্ষণ বাবু ২০১৬ সালে মে মাসে প্রথম সহধর্মিনী তমালিক…
দ্বিতীয় ইনিংস তাহলে খেলা জমে না?
হলদিয়ার স্বপ্নের ফেরিওয়ালা সিপিআইএমের প্রাক্তন বহিষ্কৃত সাংসদ লক্ষ্মণ শেঠের দ্বিতীয় বিবাহকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া এখন প্রচার তুঙ্গে। লক্ষণ বাবু ২০১৬ সালে মে মাসে প্রথম সহধর্মিনী তমালিকা পন্ডাশেঠকে হারিয়েছিলেন । দীর্ঘ কয়েক বৎসর একাকিত্বের মধ্যে রয়েছিলেন হঠাৎ সোশ্যাল মিডিয়ায় তার দ্বিতীয় বিবাহের ছবি দেখেই অনেকেই বিশ্বাস করছিলেন না । কারণ যিনি বহু শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। যিনি গৌতম বুদ্ধ, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ এবং বাম আন্দোলনের লেনিন, স্তালিম, কার্ল মার্কস,কে নিয়ে কথায় কথায় তাদের জীবনই নিয়ে আলোচনা করেন। তিনি নতুন প্রজন্মকে নতুন দিশা দেখানোর জন্য শিল্প শহরে একগুচ্ছ শিক্ষা প্রতিষ্ঠান জন্ম দিয়েছেন।
বর্তমানে দুই পুত্র পুত্রবধূ নাতি-নাতনি থাকা সত্ত্বেও ৭৮ বছর বয়সে তিনি দ্বিতীয় বিবাহ করতে পারেন? চলছিল সারা রাজ্যজুড়ে একটা চাপা গুঞ্জন। সমস্ত গুঞ্জনের অবসান ঘটালো কলিকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক ডেকে। তিনি জানালেন ......
No comments