হলদিয়ার তট রক্ষী বাহিনীর উদ্যোগে হলদি নদীর তীরে আবর্জনা মুক্ত কর্মসূচি
বিশ্ব পরিবেশ দিবস গ্রীন হলদিয়া ক্লিন হলদিয়া হলদি নদী তীরবর্তী এলাকা পরিষ্কার করার জন্য ইন্ডিয়ান কোস্টগার্ড হলদিয়া শাখা তটরক্ষী বাহিনী এবং তমলুক এনসিসি তরফ…
হলদিয়ার তট রক্ষী বাহিনীর উদ্যোগে হলদি নদীর তীরে আবর্জনা মুক্ত কর্মসূচি
বিশ্ব পরিবেশ দিবস গ্রীন হলদিয়া ক্লিন হলদিয়া হলদি নদী তীরবর্তী এলাকা পরিষ্কার করার জন্য ইন্ডিয়ান কোস্টগার্ড হলদিয়া শাখা তটরক্ষী বাহিনী এবং তমলুক এনসিসি তরফ থেকে সকাল থেকে শুরু হয় আবর্জনা মুক্ত কর্মসূচি।
কেন্দ্রীয় ও রাজ্য সরকার প্লাস্টিক বন্ধের নির্দেশ দিয়েছেন ঘটা করে জেলা প্রশাসন এবং পৌর ও ব্লক প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন । কিন্তু সেই কর্মসূচি ধারাবাহিক না থাকায় মানুষের সচেতন বৃদ্ধি না হওয়ার জন্যই সমস্যা হচ্ছে বিভিন্ন এলাকায়। সেই প্লাস্টিক ব্যবহার চলছে। আর তার জন্য নিকাশি ও জলাশয় মধ্য দিয়ে মধ্য দিয়ে নদীতে পড়ছে আবর্জনা। নদীর জল দূষণ তার সাথে সাথেই নিকাশি বন্ধ হয়ে বন্যার আকার ধারণ করে।
হলদিয়া তট রক্ষী বাহিনীর উদ্যোগে সকাল থেকে শুরু হয় গ্রিন হলদিয়া ক্লিন হলদিয়া স্বচ্ছ হলদি নদী তীরবর্তী এলাকায় সুস্থ পরিবেশ গড়ে তুলতে আবর্জনা মুক্ত কর্মসূচি। উপস্থিত ছিলেন ইন্ডিয়ান কোস্টগার্ড ডেপুটি জেনারেল ইন্সপেক্টর মিঃ সিং এবং মিঃ দিলীপ চক্রবর্তী
No comments