ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে চেন্নাইগ্রামী করমন্ডল এক্সপ্রেস ও যশবন্তপুর- হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। মন্ডল এক্সপ্রেস ওসবন্তপুর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন দুটি একটি মাল গাড়ির সঙ্গে সংঘর্ষে ফলেই দুর্ঘটনার কবলে পড়…
ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে চেন্নাইগ্রামী করমন্ডল এক্সপ্রেস ও যশবন্তপুর- হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। মন্ডল এক্সপ্রেস ওসবন্তপুর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন দুটি একটি মাল গাড়ির সঙ্গে সংঘর্ষে ফলেই দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী দুটি ট্রেন অধিকাংশ বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। দুমড়ে মুছড়ে গিয়েছে বগিগুলো পাশাপাশি লাইনচ্যুত হয়েছে মালগাড়ি কয়েকটি ক্যামেরা কামরা শেষ খবর পাওয়া পর্যন্ত কমপক্ষে ১৩২ জন আহত এখন পর্যন্ত কমপক্ষে ১০০ জন যাত্রীর মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি বেশ কয়েকজন যাত্রী আহত । তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।
লাইনচ্যুত করমন্ডল এক্সপ্রেস হেল্প লাইন চালু করলো দক্ষিণ পূর্ব রেলওয়ে। ফোন করুন 03326382217 করমন্ডল এক্সপ্রেস।
No comments