Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নাবালিকার বিয়ের ঘটনা জেলার প্রথম মহিষাদল ??

নাবালিকার বিয়ের ঘটনা জেলার প্রথম মহিষাদল?

সাতসকালে বাড়িতে সিভিক ভলান্টিয়ার পাঠিয়ে অমৃতবেড়িয়ার এক স্কুল ছাত্রীর বিয়ে আটকালেন মহিষাদলের বিডিও। এই বিয়েতে মোটেই আগ্রহী ছিল না ক্লাস টুয়েলেভের ওই ছাত্রী। বাবা-মা তার অমতে প্রায় জোর করে …

 



নাবালিকার বিয়ের ঘটনা জেলার প্রথম মহিষাদল?



সাতসকালে বাড়িতে সিভিক ভলান্টিয়ার পাঠিয়ে অমৃতবেড়িয়ার এক স্কুল ছাত্রীর বিয়ে আটকালেন মহিষাদলের বিডিও। এই বিয়েতে মোটেই আগ্রহী ছিল না ক্লাস টুয়েলেভের ওই ছাত্রী। বাবা-মা তার অমতে প্রায় জোর করে বিয়ে দিচ্ছিলেন। প্রতিবেশীরা জানতে পেরে ওই বিয়েতে বাধা হয়ে দাঁড়ান। তখন সিদ্ধান্ত পাল্টে ফেলেন ছাত্রীর পরিবার।রাতারাতি তাঁরা তারকেশ্বরে এক আত্মীয়ের বাড়ি নিয়ে গিয়ে গোপনে মেয়ের বিয়ে দেওয়ার বন্দোবস্ত করেন। ছাত্রীকে প্রায় গৃহবন্দী করে রাখেন পরিবারের লোকজন। শেসমেস গোপনে বিয়ের বিষয়টি হোয়াটসঅ্যাপ মেসেজ করে এক প্রতিবেশীকে জানিয়ে পুলিসের সাহায্য চায় ছাত্রীটি। বিডিও যোগেশচন্দ্র মণ্ডল বলেন, রাতেই খবর পাই অমৃতবেড়িয়ার এক স্কুল ছাত্রীর জোর করে বিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে।  তার বিয়ে হবে বাড়ি থেকে দূরে। পুলিসকে জানিয়ে সিভিক ভলান্টিয়ারের ব্যবস্থা করি। এদিন সকালে ওই ছাত্রীর পরিবার যখন তারকেশ্বর যাওয়ার তোড়জোড় করছিল, সেসময় পুলিস পৌঁছতেই ঘাবড়ে যায় তারা। তাদের বিডিও অফিসে ডেকে আনা হয়। এদিন দুপুরে ওই ছাত্রী এবং তার বাবা মায়ের এক ঘণ্টা ধরে কাউন্সেলিং করেন বিডিও। ছাত্রীটির বয়স এখন সতেরো বছর। তার বাবা কাঠের মিস্ত্রি। চাকুরে ছেলে পাওয়ায় তাঁরা বিয়ের ব্যবস্থা করেন। কাউন্সেলিং শেষে ছাত্রীর বাবা মা'কে মুচলেকা লেখানো হয়। ছাত্রীটি বিডিওকে জানিয়েছে, সে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চায়। এখনই বিয়ে করতে আগ্রহী নয়। এদিকে, মহিষাদলের গোপালপুরে ক্লাস এইটের এক ছাত্রীর নিখোঁজ হওয়ার ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ছাত্রীটি পাঁচদিন ধরে নিখোঁজ। পরিবারের অভিযোগ, পুলিসকে জানানোর পরও কোনও পদক্ষেপ করেনি। পুলিস ছাত্রীর পরিবারকে পাত্তা দিতে চায়নি। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন কোনও বন্ধুর সঙ্গে ছাত্রীটি মহিষাদলের রাজবাড়ির আমবাগানে বেড়াতে এসেছিল। এনিয়ে পরিবারের লোকজন বকাবকি করেন। ওইদিন সন্ধে থেকেই ছাত্রটি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। বিডিও ওই পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং ওই নাবালিকা পালিয়ে কোথাও বিয়ে করেছে কি না খোঁজ খবর করতে বলে। বিডিও বলেন, মহিষাদলের গোপালপুরে গত মে মাসে ওই ধরনের চারটি ঘটমা ঘটেছে। নাবালিকা পালিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে  এবং পরে বিয়ের খবর জানা যাচ্ছে। বিধায়ক তিলক চক্রবর্তী বলেন, ওই নিখোঁজ নাবালিকাকে দ্রুত খুঁজে বের করার জন্য পুলিসকে নির্দেশ দেওয়া হয়েছে।

No comments