ট্রেন দুর্ঘটনায় হলদিয়ার নিখোঁজ যুবকের মৃত্যু সংবাদ এলো বাড়িতে
ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/R67KVi8ipVw ৩রা জুন শুক্রবার ওড়িশার বালেশ্বর চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে …
ট্রেন দুর্ঘটনায় হলদিয়ার নিখোঁজ যুবকের মৃত্যু সংবাদ এলো বাড়িতে
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/R67KVi8ipVw
৩রা জুন শুক্রবার ওড়িশার বালেশ্বর চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত বাড় বাসুদেবপুর গ্রামে তাপস রাউত (রাজু)ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন বলে ৩রা জুন শনিবার রাত্রি এগারোটায় খবর আছে। এই খবর পেয়ে গোটা গ্রাম শোকস্তব্ধ হয়ে যায় ।
হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেউলপোতা গ্রাম পঞ্চায়েত এলাকা বাড় বাসুদেবপুর গ্রামে সাতজন চেন্নাইয়ের কাজের জন্য যাচ্ছিল। তারা খড়্গপুর থেকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস এ উঠেছিল। বালেশ্বর এর কাছে ট্রেন দুর্ঘটনা সাতজনের মধ্যে চারজন বাড়ি ফিরেছেন । দুজন এখনো কটক হাসপাতালে ভর্তি রয়েছেন। একজন তাপস রাউতকে ( রাজু)প্রথম দিন থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে ৩ রা জুন শনিবার রাত্রি এগারোটার সময় টেলিফোনে জানিয়ে দেয় হাসপাতালে মর্গে রয়েছে। দেহ সনাক্ত করার জন্য পরিবারের লোককে ডাকে সেই খবর পেয়ে আজ ৪ঠা জুন সকালে বেরিয়ে যায়। ট্রেন দুর্ঘটনা এলাকায় তাপস রাউতের দেহ সনাক্ত করে।
তাপসে বাবা মা তিন বোন। তাপস রাউত ছিল পরিবারের একমাত্র সংসারের চালিকাশক্তি। তাপস রাউতকে ছোটবেলা থেকে তার বাবা-মা ভিক্ষা করে নিয়ে এসে বড় করেছে। তাপস বড় হয়ে সংসারে হাল ধরে। এলাকার মানুষের কাছে জানা যায়, তাপস ছিল এই এলাকার সকলের প্রিয়। কারোর কোন বিপদ হলে ঝাঁপিয়ে পড়তো তাপস। কর্মঠ ছিল শিল্প শহরে কাজ না পাওয়ায় বন্ধুদের সাথে চেন্নাইয়ের কাজ করার জন্য যাচ্ছিল।
তার দেহ আসতেই কান্নায় ভেঙে পড়ে এলাকার মানুষ ১৯ বছরের সদ্য যুবক তার সমস্ত আশা-আকাঙ্ক্ষা পরিবারের উপর রেখে বিদায় নিয়েছে তার বাবা ছেলের মৃত্যুতে কথাবলার শক্তি হারিয়েছে এলাকার তনুজা বিবি-বলেন আমরা হিন্দু মুসলিম সবাই এই এলাকায় একসঙ্গে থাকতাম। তাপস ছিল আমাদের সকলের প্রিয়। কোন বিপদে কেহ পড়লে তাপস সবার আগেই ঝাঁপিয়ে পড়তো। তার মৃত্যু সংবাদ পেয়ে সত্যিই আমরা আমাদের প্রিয় একজন গ্রামের তরজা যুবককে হারালাম। এলাকার জনপ্রিয় ডাক্তার শ্রীকান্ত অধিকারী বলেন তেন দুর্ঘটনার খবর পেতেই আমরা বেরিয়ে পড়েছিলাম তাপস হরফে রাজু সেই প্রথমেই আমাদের ফোন করে জানায় সে ভালো আছে বলে জানিয়েছিল। ৭ জনের জন্য আমরা এলাকা থেকে চাই দুর্ঘটনাস্থলে কিন্তু ছজনকে আমরা খুঁজে পাই বিভিন্ন জায়গা থেকে কিন্তু তাপস কে আর খুঁজে পায়নি গতকাল রাতে তার মৃত্যুর সংবাদ আসে আমরা সকলেই মর্মাহত। হলদিয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম বলেন আমরা তাপস রাউতের পরিবারের সাথে আছি। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
No comments