শিল্প শহরে ডাম্পার উল্টে গেল
শিল্প শহর হলদিয়ায় সকালে হলদিয়া রানিচক ফ্লাইওভারের উপর পটাশিয়াম ফার্টিলাইজার ভর্তি ডাম্পার গাড়ি উল্টে যায়। এই দুর্ঘটনায় বেশিরভাগ পটাশিয়াম ফার্টিলাইজার ব্রিজের উপর থেকে নিচে পড়ে যায়। ডাম্পার চা…
শিল্প শহরে ডাম্পার উল্টে গেল
শিল্প শহর হলদিয়ায় সকালে হলদিয়া রানিচক ফ্লাইওভারের উপর পটাশিয়াম ফার্টিলাইজার ভর্তি ডাম্পার গাড়ি উল্টে যায়। এই দুর্ঘটনায় বেশিরভাগ পটাশিয়াম ফার্টিলাইজার ব্রিজের উপর থেকে নিচে পড়ে যায়। ডাম্পার চালক পলাতক। হতাহতের কোন খবর নেই। ঘটনাস্থলে হলদিয়া থানার পুলিশ। পটাশিয়াম ফার্টিলাইজার ব্রীজের উপর থেকে পড়ে নিচে রেললাইনের উপর জমা হয়ে যায় ।সকালে ট্রেনের সময় বিলম্বিত হয়। দ্রুততার সঙ্গে ট্রেন লাইন এবং রাস্তার উপর পটাশিয়াম পরিষ্কার করার কাজ চলছে।
কটাক্ষ করেছেন বিএমএস রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলী ফ্লাই ওভার উপর থাকে না কোন ট্রাফিক পুলিশ। কোন দিক নির্ণয় নেই কোন রাস্তার কোন দিকে গেছে। দুর্ঘটনা এড়াতে সচেতনতার জন্য কোন স্লোগান লাগানো হয়নি বোর্ড। সেফ লাইফ সেভ ড্রাইভ নিয়ে যখন রাজ্য সরকার বিভিন্ন জায়গায় প্রচার অভিযান করছেন। কিন্তু ফ্লাই ওভারের উপর লেখা নেই কোন সচেতনতার স্লোগান। অবিলম্বে প্রশাসন নজর দিক।
No comments