হলদিয়ার শ্রমিকরা ফুঁসছে হলদিয়ার শ্রমিকের রোশানাল থেকে এড়াতে কি অভিষেকের কর্মসূচি হলদিয়া পরিবর্তে নন্দীগ্রাম করা হলো? গত বছর হলদিয়া রানিচকে শ্রমিক সমাবেশে ১০০ দিন সময় চেয়ে নিয়েছিলেন শ্রমিকদের কাছ থেকে। এবং তার পরবর্তীকালে …
হলদিয়ার শ্রমিকরা ফুঁসছে
হলদিয়ার শ্রমিকের রোশানাল থেকে এড়াতে কি অভিষেকের কর্মসূচি হলদিয়া পরিবর্তে নন্দীগ্রাম করা হলো? গত বছর হলদিয়া রানিচকে শ্রমিক সমাবেশে ১০০ দিন সময় চেয়ে নিয়েছিলেন শ্রমিকদের কাছ থেকে। এবং তার পরবর্তীকালে বিভিন্নভাবে শ্রমিক সংগঠনের পরিবর্তন ঘটেছে। শেষ পর্যন্ত প্রশাসনিক ক্ষমতা বসিয়ে নবান্ন থেকে ১২ জনের কমিটি গঠন করে দিয়েছেন। তারপরেও শিল্পশহর হলদিয়া শ্রমিকদের বিভিন্ন সময় বিক্ষোভ কর্মসূচি দেখতে পাওয়া গেছে। তৃণমূল কংগ্রেসের নব জোয়ার কর্মসূচি চলছে সেই কর্মসূচিতে ২রা জুন অর্থাৎ আজ শিল্প শহর হলদিয়া সুতাহাটা সুবর্ণজয়ন্তী পার্শ্ববর্তী মাঠে আজাদ হিন্দ সভা করার কথা ছিল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক যুব আইকন তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক ব্যানার্জি।
শিল্পশহর হলদিয়া কে এড়িয়ে নন্দীগ্রাম এবং তার পাশে নন্দকুমার হয়ে কোলাঘাটে চলে গেলেন। হলদিয়ার শ্রমিক, যুব সমাজ তারা কথা বলার মত সুযোগ পেলেন না তৃণমূল কংগ্রেসের দলের সেনাপতির সঙ্গে।
No comments