স্বপ্নতরী ক্যুইজ কেন্দ্র এবং উত্তর সোনামুই ত্রিনয়নী সংঘ যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
"দাও ফিরে সে অরণ্য , লও এ নগর ,লহো তব লৌহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর হে নবসভ্যতা।"কবির এই বানীকে আমরা প্রাথেয় করে স্বপ্নতরী ক্যু…
স্বপ্নতরী ক্যুইজ কেন্দ্র এবং উত্তর সোনামুই ত্রিনয়নী সংঘ যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
"দাও ফিরে সে অরণ্য , লও এ নগর ,লহো তব লৌহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর হে নবসভ্যতা।"
কবির এই বানীকে আমরা প্রাথেয় করে স্বপ্নতরী ক্যুইজ কেন্দ্র এবং উত্তর সোনামুই ত্রিনয়নী সংঘ যৌথ উদ্যোগে কুলবেড়িয়া ভীমমন্দির মাঠ থেকে পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক ভবন পর্যন্ত একটা পদযাত্রা শ্লোগান সহযোগে 'বিশ্ব সচেতনতা' বার্তা দিতে আমরা উদ্যোগ নেই। সেই উদ্যোগে প্রাথমিক পর্বে আমরা শুরু করেছিলাম অতিমর্মান্তিক ভাবে যেই রেল দুর্ঘনাটা ঘটে গিয়েছে উড়িষ্যার বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেসে সেই দুর্ঘনায় যে সকল ব্যাক্তিদের প্রান গিয়েছে তাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনায় আমরা একমিনিট নিরবতা পালন করে ওনাদেরকে শ্রদ্ধা জানাই এবং সঙ্গীতের মাধ্যমেও ওনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি । তারপরে আমরা পদযাত্রা শুরু করি । এই পদযাত্রায় আমাদের উত্তর সোনামুই ত্রিনয়নী সংঘ থেকে ১৫ জন মহিলা ছিলেন পাশাপাশি সভানেত্রী ছিলেন এছাড়াও আমাদের ছাত্র-ছাত্রী ছিল ৬০-৬৫ জনের মতো এছাড়াও আমাদের "স্বপ্নতরী ক্যুইজ কেন্দ্র" এর আমরা সবাই ছিলাম। পাশাপাশি আমরা এই উদ্যোগে পেয়েছিলাম বৃক্ষপ্রেমী এবং পরিবেশবীদ দীলিপ কুমার পাত্র মহাশয় কে উনি প্রথম থেকেই আমাদের সঙ্গে ছিলেন । উনি পুরো পরিক্রমা থেকে পরিচালনা করেছেন শ্লোগান এর মধ্যে দিয়ে এবং নানান আঙ্গিকে ছোটোছোটো বক্তব্যের মধ্যে দিয়ে এছাড়াও আমরা পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক ভবনে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি । এই বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত হিসাবে আমরা পেয়েছিলাম শ্রদ্ধেয় প্রসাশনিক আধিকারিক দীপক বাবু এবং কৌশিক বাবুকে । এছার উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মচারী মাননীয় প্রবিত্র দুয়ারি মহাশয় কে । আমাদের এই কর্মসূচি তে ওনারা বৃক্ষরোপণ করে কর্মসূচি কে গৌরব বানীত করেছেন আমাদের দুটি সংস্থার পক্ষ থেকে ওনাদের কে কুর্নিশ বা ধন্যবাদ জানাই সর্বপরি আমাদের আর একটি কর্মসূচি রয়েছে বন মহোৎসব অরন্য সপ্তাহে আমরা প্রায় ৬০০ বৃক্ষ উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত উত্তর সাউতানচোক গ্রামে আমরা পালন করবো । সেই কর্মসূচিতেও সবার উজ্জ্বল উপস্থিতি দুটো সংস্থার পক্ষ থেকে কামনা করি।
No comments