অনিশ্চিতার মধ্যে আই কেয়ার?হলদিয়া আই কেয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রয়েছে প্রায় ১৬ টি কলেজ। হলদিয়া পৌর এলাকা শিক্ষা নগরী হিসেবে চিহ্নিত আছে হলদিয়া গান্ধীনগর। হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের সামনেই আই কেয়ারের সম্…
অনিশ্চিতার মধ্যে আই কেয়ার?
হলদিয়া আই কেয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রয়েছে প্রায় ১৬ টি কলেজ। হলদিয়া পৌর এলাকা শিক্ষা নগরী হিসেবে চিহ্নিত আছে হলদিয়া গান্ধীনগর। হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের সামনেই আই কেয়ারের সম্পাদক আসিস লাহিড়ীকে নিগৃহীত করেছে বলে হলদিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
সঞ্জীব শেঠ পিতা যোগেশ্বর শেঠ এবং সুদীপ শেঠ পিতা গুরুপদ শেঠ । হলদিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজ ক্যাম্পাসের ভিতরে ঢুকে বাধা দেয় আই কেয়ারের সম্পাদক আসিস লাহিড়ীকে। অভিযোগকারী আসিস বাবুকে বাধা দেয় এবং তাকে ভয়ভীতি ও শারীরিকভাবে লাঞ্ছিত ৩৪১/৩২৩/৫০৬/৩৪১ ধারায় অভিযোগ।
দুজনের নামে আসিস বাবু হলদিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছেন হলদিয়া থানার পুলিশ।
No comments