১৬ নং ওয়ার্ডে তৃনমূলের নব জোয়ার কর্মসূচীকে সামনে রেখে অনুষ্ঠিত হলো কর্মী সভা
,হলদিয়া বন্দর: তৃনমূলের নব জোয়ার কর্মসূচীকে সামনে রেখে হলদিয়া পৌরসভার ১৬ নং ওয়ার্ডে শোলাট গার্লস হাইস্কুলে অনুষ্ঠিত হলো কর্মীসভা।উক্ত সভায় উপস্থিত ছিলেন…
১৬ নং ওয়ার্ডে তৃনমূলের নব জোয়ার কর্মসূচীকে সামনে রেখে অনুষ্ঠিত হলো কর্মী সভা
,হলদিয়া বন্দর: তৃনমূলের নব জোয়ার কর্মসূচীকে সামনে রেখে হলদিয়া পৌরসভার ১৬ নং ওয়ার্ডে শোলাট গার্লস হাইস্কুলে অনুষ্ঠিত হলো কর্মীসভা।উক্ত সভায় উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃনমূল কংগ্রেসের অন্যতম সদস্য অর্নব দেবনাথ,হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আয়ুব খান, হলদিয়া শহর তৃণমূল বঙ্গজননী বাহিনীর সভানেত্রী দিপালী দেবনাথ বাগ,ব্লক কমিটির সাধারণ সম্পাদীকা মিঠু সিনহা,ব্লক কমিটির সদস্যা ণীলিমা সিনহা,১৬ নং ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শ্রীকৃষ্ণ বেরা,১৬ নং ওয়ার্ড তৃণমূল বঙ্গজননী বাহিনীর সভানেত্রী তনুশ্রী দেবনাথ,সহ-সভানেত্রী জবা মাইতি,এছাড়াও উপস্থিত ছিলেন অনান্য বিশিষ্ট নেতৃত্ব বৃন্দ।সকল নেতৃত্ববর্গ তাদের বক্তব্যের মধ্য দিয়ে আগামীকাল চন্ডীপুর থেকে নন্দীগ্রাম কলেজ মাঠ প্রর্যন্ত যে পদ যাত্রা হইবে।সেই পদযাত্রায় অংশ গ্রহণ করবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জী। সেই সভায় যাতে বেশি বেশি করে ওয়ার্ডের মানুষ জন গিয়ে যোগদান করে তার জন্য আহ্বান জানান।
No comments