১০ হাজার মামলার নিষ্পত্তি, ১২ কোটি আদায় লোক আদালতে
নিজস্ব সংবাদদাতা, তমলুক: দিনের পর দিন ধরে নানান সমস্যায় জমছিল পাহাড় প্রমাণ মামলা। এর ফলে একদিকে যেমন হয়রানির শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ। তেমনই অন্যদিকে আবার রাজস্ব আদায় থেকে…
১০ হাজার মামলার নিষ্পত্তি, ১২ কোটি আদায় লোক আদালতে
নিজস্ব সংবাদদাতা, তমলুক: দিনের পর দিন ধরে নানান সমস্যায় জমছিল পাহাড় প্রমাণ মামলা। এর ফলে একদিকে যেমন হয়রানির শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ। তেমনই অন্যদিকে আবার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছিল রাজ্য সরকারও। এমন পরিস্থিতিতে পুরনো মামলার পাহাড় সরিয়ে দ্রুত সমাধান সূত্র খুঁজতে এগিয়ে এল জাতীয় লোক আদালত। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার প্রায় ১০ হাজার এই পুরনো মামলা নিষ্পত্তির মাধ্যমে নিষ্পত্তিকৃত অর্থের পরিমাণ দাঁড়াল প্রায় ১২ কোটি ৪৮ লক্ষ ১২ হাজার ৪৮১ টাকা। বর্তমানে মোটর ভেইক্যালস অ্যাক্ট সংশোধন হওয়ার পরে থেকে ট্রাফিক চালানে জরিমানার পরিমাণ প্রায় ১০ পায়। এই পরিমাণ অর্থের জরিমানা মেটাতে গিয়ে নাভিশ্বাস দশা হয় আমজনতার। অনীহা তৈরি হয়। অন্যদিকে আবার বিদ্যুৎ দফতরের একাধিক মামলাতেও বিপুল অর্থের বকেয়া তৈরি হয়।
একইভাবে জেলার শিল্প শহর হলদিয়াতে জমি অধিগ্রহণ সংক্রান্ত মামলার ক্ষেত্রে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছিলেন জমি দাতারা। পাশাপাশি ক্রেতা উপভোক্তা দফতরেও মামলার পাহাড় জমছিল দিনদিন। লোক আদালতের উদ্যোগেই এদিন এমন প্রায় ১৭ হাজার মামলা লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। প্রায় ১০ হাজার মামলার নিষ্পত্তি হয়। এরমধ্যে ট্রাফিক আইনে মামলার নিষ্পত্তির বিষয়ে পাঁচটি বেঞ্চে ২৯০৩ টি মামলায় সারা জেলা জুড়ে ১১ লক্ষ ৮৭৫৫০ টাকা রাজস্ব আদায় হয়।
পূর্ব মেদিনীপুর
হলদিয়ায় জমি অধিগ্রহণের বিষয়ে লোক আদালতের কাছে পেশ করা ৫৪ টি যার মধ্যে ১০ মামলা নিষ্পত্তি হয়েছে। যার মাধ্যমে ২ লক্ষ ৩ হাজার ৫০০ টাকা অধিকৃত জমির ধার্য টাকা মালিকপক্ষ পেতে চলেছে। ক্রেতা উপভোক্তা বিষয়ে মোট ১৮ মামলার মধ্যে এদিন সাতটির নিষ্পত্তি হয়েছে। উপভোক্তাদের পক্ষে মোট ১৮ লক্ষ টাকা অ্যাওয়ার্ড আদায় হয়েছে। বিদ্যুৎ দফতরের মোট ১২৬ টির মধ্যে ৩৭টি মামলা নিষ্পত্তি ২ লক্ষ ৫৬ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে। সেই সঙ্গে তুচ্ছ ফৌজদারি মোকাদ্দমা অর্থাৎ এনজিআর কেসে ৪২৬৫ মামলার টাকা আদায় হয়েছে।
এছাড়াও বিএসএনএল এর ৮৮৫টি মামলার মধ্যে টেলিফোনের বকেয়া বিল সংক্রান্ত মোট ৭১ টি মামলা নিষ্পত্তি করে দু'লক্ষ ১৬৩৫ টাকা আদায় হয়েছে। একইভাবে জেলার বিভিন্ন ব্যাংকে মোট ৬৩৩১ টি মামলার মধ্যে ৩৭২টি মামলা নিষ্পত্তি করে আদায় হয়েছে এক কোটি ২৯ লক্ষ ৭৪ হাজার ২৩৮ টাকা।
এভাবেই জেলা জুড়ে প্রায় দশ হাজার মামলার নিষ্পত্তি করে সাড়ে ১২ কোটি টাকার সেটেলমেন্ট করা হয়। জেলা জজ সুযশা মুখোপাধ্যায় বলেন, উৎসবের মেজাজেই এদিন এবছরের দ্বিতীয় দফায় লোক আদালতে প্রায় ১৭ হাজার মামলার মধ্যে ৬০ শতাংশ। জেলা জুড়ে প্রায় ২২ টি বেঞ্চে মধ্যে তমলুক এই বসেছিল প্রায় ১০টি বেঞ্চ।
No comments