সমবায় নির্বাচনে তৃণমূলের জয়, সবুজ আবির উড়িয়ে উল্লাসে মাতলেন তৃণমূল সমর্থকেরা
হলদিয়া বন্দরঃ: পঞ্চায়েত ভোট আসন্ন। সেই পঞ্চায়েত ভোটের আগে বিজেপি ও সিপিএমকে পেছনে ফেলে জয়লাভ করলো তৃণমূল। সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলায় শাসকদল তৃণমূলে …
সমবায় নির্বাচনে তৃণমূলের জয়, সবুজ আবির উড়িয়ে উল্লাসে মাতলেন তৃণমূল সমর্থকেরা
হলদিয়া বন্দরঃ: পঞ্চায়েত ভোট আসন্ন। সেই পঞ্চায়েত ভোটের আগে বিজেপি ও সিপিএমকে পেছনে ফেলে জয়লাভ করলো তৃণমূল। সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলায় শাসকদল তৃণমূলে পরাস্ত করতে সিপিএম বিজেপি অলিখিত জোট করে লড়াই করলেও তৃণমূলকে হারাতে সক্ষম হচ্ছে না। কয়েকটি সমবায় দখল করতে পারলেও অধিকাংশ সমবায় শাসকদল তৃণমূল জয়লাভ করে। রবিবার তমলুকের মিলননগর সমবায়ের নির্বাচন হয়। সেই নির্বাচনে জয়ী তৃণমূল। মুখ থুবড়ে পড়লো রাম বাম। সমবায়ের মোট ১৭ টি আসনের মধ্যে ১৩ টি তৃনমূল,৩ টি সিপিএম,ও ১ টি বিজেপি পায়। এককভাবে তৃণমূল সমবায় তাদের দখলে রাখে৷ ফলাফল ঘোষনার পর সবুজ আবির উড়িয়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে উল্লাসে মেতে ওঠে তৃণমূল সমর্থকেরা। এই জয় মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। রাজ্য জুড়ে যেভাবে উন্নয়ন হয়েছে তাই মমতার উপর আস্তা রাখছেন সকলেই এমনটাই মনে করছে তৃণমূল নেতৃত্ব।।
No comments