Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিবাহ মানেই অভিযান চলছে হলদিয়া অম্বুজা মলে

বিবাহ মানেই অভিযান
কখনও পুল পার্টি, কখনও বা রাস্তায় হঠাৎ নাচ। ‘আবার বিবাহ অভিযান’-এর প্রচারে এমনই অভিনব সব পন্থা অবলম্বন করে বেজায় খুশি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ‘বিবাহ অভিযান’-এর সিক্যুয়েল এই ছবি। সিক্যুয়েল কি তুলনায় সহজ? প্রিয়…

 




বিবাহ মানেই অভিযান


কখনও পুল পার্টি, কখনও বা রাস্তায় হঠাৎ নাচ। ‘আবার বিবাহ অভিযান’-এর প্রচারে এমনই অভিনব সব পন্থা অবলম্বন করে বেজায় খুশি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ‘বিবাহ অভিযান’-এর সিক্যুয়েল এই ছবি। সিক্যুয়েল কি তুলনায় সহজ? প্রিয়াঙ্কার উত্তর, ‘না। তুলনায় কঠিন। নতুন করে চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো রপ্ত করতে হয় না ঠিকই। কিন্তু সেই বৈশিষ্ট্যগুলো মেনটেন করতে হয়। মজাটা যাতে আমরা ঠিকঠাক দেখাতে পারি, সেটা মাথায় ছিল। কমেডি একটু বেশিই কঠিন। তাছাড়া সিক্যুয়েল হচ্ছে মানে এটা বড় সাফল্য। গণশা-মালতীর (‘বিবাহ অভিযান’-এর চরিত্র) শেষ পর্যন্ত কী হল সেটা দর্শক দেখতে চেয়েছেন। এবার গল্পটা থাইল্যান্ডে। সেখানে গিয়ে এক একটা চরিত্র এক একরকমভাবে রিঅ্যাক্ট করছে। বীরপুর থেকে মালতী থাইল্যান্ডে গিয়ে কী করছে? সেটা দর্শক দেখতে চান।’ 

ফের কমার্শিয়াল ছবিতে ফিরলেন প্রিয়াঙ্কা। ইন্ডাস্ট্রিতে এখন কি এই ধরনের ছবি কম তৈরি হয়? প্রিয়াঙ্কার মতে, ‘কমার্শিয়াল ছবি আরও হওয়া দরকার। আমার দু’রকম ছবি দেখতেই ভালো লাগে। কিছু ছবিতে আমার নিজের ছায়া দেখতে পাই। তেমনই কিছু ছবি ভীষণ রকম স্বপ্ন দেখায়। আমি জানি দুষ্টু লোক শাস্তি পাবে। হিরো জিতবে। বরফের মধ্যে শিফন শাড়ি পরে নায়িকার মতো আমিও ছবি তুলব। এই স্বপ্নটা তো কমার্শিয়াল ছবিই দেখায়। সেটাও দরকার। আমি দু’রকম ছবি করতেই ভালোবাসি।’ 

কলকাতা থেকে বহু শিল্পী প্রায় নিয়মিত মুম্বইতে কাজ করছেন। প্রিয়াঙ্কাকে এখনও সেভাবে দেখেননি দর্শক। নায়িকার নিজের কী ভাবনা? ‘মুম্বইতে কাজের কথা ভাবছি না, এমন নয়। আবার ভাবছি এমনও নয়। অভিজ্ঞতা থেকে বুঝেছি খুব পরিকল্পনা করে কিছু হয় না। যেটা হওয়ার সেটাই হবে। পারফর্মার হিসেবে আরও বেশি সংখ্যক দর্শকের কাছে নিশ্চয়ই পৌঁছতে চাইব।  কিন্তু খুব এক্সাইটিং অফার আসেনি’, বললেন তিনি। ছেলে সহজকে কলকাতায় রেখে বাইরে কাজ করা কি সমস্যার? তাঁর জবাব, ‘সহজকে বেশি দিনের জন্য রেখে বাইরে থাকা মুশকিল ঠিকই। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকে প্রমাণ করে দিয়েছেন যাতায়াত করেও কাজ করা যায়। সহজও এমন একটা বয়সে রয়েছে ও যথেষ্ট বুঝতে পারে। ফলে এখন আর সমস্যা হবে না।’ 

সহজ চতুর্থ শ্রেণির ছাত্র। মূলত তার কথা ভেবেই প্রিয়াঙ্কা ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (অভিনেতা) তাঁদের দাম্পত্যের তিক্ততা মিটিয়ে ফের একসঙ্গে সম্পর্কে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সে প্রসঙ্গ উঠতেই হেসে প্রিয়াঙ্কা বললেন, ‘বিবাহ মানেই অভিযান। এক একজনের জন্য এক একরকম হয়। বয়স বাড়লে নানা রকম অভিজ্ঞতা হয়। আসলে যেভাবে মানুষ ভালো থাকবে। শুধুমাত্র আমার ভালো থাকাটা প্রায়োরিটি নয়। আমার আশপাশে অনেক মানুষের ভালো থাকা অনেক কিছুর উপর নির্ভর করছে। যখন কেউ বুঝতে পারে, অনেককে ভালো রাখার দায়িত্বও তার, তখন সেভাবেই চিন্তা করে।’ জীবন, অভিজ্ঞতা, বয়স অনেকটা বদলেছে প্রিয়াঙ্কাকে। বলছিলেন, ‘আমি জীবনে অনেক জায়গায় দ্বিতীয় সুযোগ পেয়েছি। তার জন্য আমি কৃতজ্ঞ। অনেকে পায় না। আমার খারাপ লাইফস্টাইল, কিছু সিদ্ধান্ত মা, বাবাকে প্রচুর কষ্ট দিয়েছে, এটা আমি আগেও বলেছি। অনেকের আমার প্রতি অনেক আশা ছিল। কিন্তু আমি তাঁদের আশাভঙ্গ করেছি। তবে ঈশ্বর আবার আমাকে সেই সুযোগ দিয়েছেন। দেখা যাক না। জীবন তো চলছেই। অনেক কিছু অপেক্ষায় রয়েছে। আমি ঈশ্বর, ভাগ্য, কর্মে বিশ্বাসী।’

No comments